শিরোনাম
◈ আমি মদ খাই, আমার লাইসেন্স আছে: চাঁদপুরে আটক হওয়া তরুণী (ভিডিও) ◈ সতর্ক করল সরকার: ক্ষতিকর রঙ মিশিয়ে ‘মুগ’ ডাল নামে বিক্রি ◈ সঞ্চয়পত্র সিস্টেমে জালিয়াতি: বাংলাদেশ ব্যাংকের পাসওয়ার্ড ব্যবহার করে ২৫ লাখ টাকা হাতিয়ে নিল জালিয়াত চক্র ◈ চালু হচ্ছে ‘এনইআইআর’: অবৈধ মোবাইল বন্ধ, বিদেশি ফোনেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ◈ জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগই নেই: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ আরও এক দেশে জনশক্তি রপ্তানি নিয়ে সুখবর ◈ নির্বাচনকালীন পদায়ন নভেম্বরেই, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ ঘোষণা ◈ ঐকমত্য কমিশনের প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন যাঁরা, তাঁরা তাঁর অতীত ভুলে যাচ্ছেন—শফিকুল আলম ◈ বিশ্বব্যাংকে সালিশি মামলা করেছেন এস আলম, আবেদনে যা আছে

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে ঘেরের আইলে সবজি চাষ, ভাগ্য বদল কৃষকের

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় মাছের ঘেরের আইলে সবজি চাষ নতুন সম্ভাবনার দ্বার খুলছে স্থানীয় কৃষকদের। আগে যে জমি বছরের বেশিরভাগ সময় অব্যবহৃত পড়ে থাকত, এখন সেই জমিতে সারা বছর চাষাবাদের মাধ্যমে অতিরিক্ত আয় করছেন কৃষকেরা। এতে তাদের জীবনে আসছে আর্থিক স্বচ্ছলতা, বদলাচ্ছে রামপালের গ্রামীণ অর্থনীতি।

রামপালের গৌরম্ভা, পেড়িখালী, রামপাল সদর, রাজনগর, বাইনতলা, উজলকুড়, হুড়কা, মল্লিকের বেড় ও ভোজপাতিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে ঘেরের আইলে চাষ করা হচ্ছে লাউ, করলা, ঢেঁড়স, ঝিঙা, শসা, কুমড়া, বেগুনসহ নানা প্রজাতির সবজি। একই সঙ্গে মাছ ও সবজি উৎপাদনের ফলে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে, যা কৃষকদের লাভের পথ আরও প্রশস্ত করছে।

স্থানীয় কৃষক মোঃ রফিকুল ইসলাম বলেন, আগে শুধু মাছের উপর নির্ভর করতাম। এখন ঘেরের আইলে সবজি লাগিয়ে প্রতি মৌসুমে বাড়তি ২০ থেকে ২৫ হাজার টাকা আয় হয়। এতে সংসারের খরচ অনেকটা মেটে।

রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম বলেন, “আমরা কৃষকদের ঘেরের আইলে সবজি চাষে উৎসাহিত করছি। কোন জমি যাতে পতিত না থাকে, মাছ চাষও ক্ষতিগ্রস্ত হয় না বরং একসাথে দ্বিগুণ লাভ হয়। বর্তমানে এই পদ্ধতি রামপালের বিভিন্ন ইউনিয়নে জনপ্রিয় হয়ে উঠছে।”

তিনি আরও বলেন, “এভাবে সবজি চাষে কীটনাশকমুক্ত ফসল উৎপাদনের দিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, বীজ, সার ও প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা চাই, প্রতিটি ঘেরের আইল সবুজে ভরে উঠুক।

সচেতন কৃষকেরা মনে করছেন, সরকারের আর্থিক সহযোগিতা ও সঠিকভাবে প্রণোদনা বিতরণ নিশ্চিত হলে রামপাল উপজেলা আগামী কয়েক বছরের মধ্যেই একটি ‘আইলভিত্তিক সবজি উৎপাদন মডেল অঞ্চল’ হিসেবে গড়ে উঠবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়