শিরোনাম
◈ কেন্দ্রীয় ব্যাংক যে পদক্ষেপ নিচ্ছে ইসলামি ব্যাংকগুলোর বিষয়ে ◈ ভারতের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া: প্রধান উপদেষ্টা ◈ জোরপূর্বক চুল দাঁড়ি কেটে দেওয়ার সময় বৃদ্ধ বল‌লেন, আল্লাহ তুই দে‌হিস, কী ঘটেছিলো আসলে? ◈ ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা ◈ লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, মন্ত্রণালয়ের নির্দেশনা পরীক্ষা নিয়ে ◈ বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া ◈ ঢাকার মিরপুরে ভারতের সাকিনা বেগম ◈ সাইপ্রাসে ভবন থেকে পড়ে নিহত বেনাপোলের হাফিজুর ◈ দুর্গা পুজায় বেনাপোল বন্দর ৬ দিন বন্ধ ◈ প্রতিটি আসনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে চায় বিএনপি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৫ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীয়তপুরে রাতে ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ রাতের আঁধারে শরীয়তপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল করেছে। গত বুধবার রাতে ঢাকা-শরীয়তপুর সড়কে এই ঘটনা ঘটে, যার একটি ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রা বের করা হয়। ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বিএনপি, জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

রাজনৈতিক নেতাদের মতে, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেনি। তবে রাতের আঁধারে মশাল মিছিল, পোস্টার লাগানো এবং সড়ক অবরোধের মতো কার্যক্রম প্রায়ই দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা কমিটির সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ড খুবই উদ্বেগজনক। তিনি সদর থানার পুলিশের দুর্বলতাকে এর কারণ হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, তাঁরা খবর পেয়েছেন যে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছে। তবে এটি কোথায় হয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি এবং ভিডিওটি সাম্প্রতিক নাকি পুরোনো, তা যাচাই করা হচ্ছে। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়