হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় একটি পরিত্যক্ত ঘর থেকে পিয়াস (১৬) নামের এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধা'র করেছে পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে ভাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের চন্ডিদাসদি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পিয়াস শেখ ওই গ্রামের ফেরদাউস শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি পিয়াস। রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে স্থানীয়রা পাশের একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মরদেহের পাশে একটি বাঁশের ধর্ণায় গামছা ঝুলন্ত অবস্থায় ছিল। পাশে একটি প্লাস্টিকের চেয়ারও পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, চেয়ার ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পিয়াস মাদকে আসক্ত ছিল এবং মাঝে মাঝে ঘুমের ওষুধসহ অন্যান্য মাদকদ্রব্য সেবন করত।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, 'মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।