শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০১ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিজিএফ চাল আত্মসাৎ এর কারণ দর্শানো জবাব দেয়নি দুই ইউপি সদস্যে

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: দুই ইউপি সদস্য সাইফুল ইসলাম ও মেহেদুল ইসলাম বিরুদ্ধে সরকারি ভিজিএফের চাল আত্মসাতের বিষয়ে কারণ দর্শানো নোটিশ দিয়েছিলেন পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মতিয়ার রহমান প্রামাণিক। গত ৪ মাসে পরপর তিনটি কারণ দর্শানোর নোটিশের একটির জবাবও দেয়নি অভিযুক্ত ওই দুই ইউপি সদস্য।

কারণ দর্শানো নোটিশ ও অভিযোগপত্র থেকে জানা গেছে, মোস্তফাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদুল ইসলাম ভিজিএফের চাল উপকারভোগীদের ওজনে কম দিয়ে ইউপি সদস্য সাইফুল তিন বস্তা ও মেহেদুল ইসলাম ২ বস্তা ভিজিএফের চাল খোলা বাজারে বিক্রির সময় গ্রামাবাসী আটক করে।

গত ২২মে ওই ইউনিয়নের কুতুবপুর গ্রামের কৃষক রিয়াজুল ইসলাম ও হরিহরপুর গ্রামের রাজমিস্ত্রী রঞ্জু আক্তার হিরা মোস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার রহমান প্রামাণিক কাছে অভিযোগ করেন।

বিষয়টি অর্থের বিনিময়ে সমঝোতার অভিযোগ দেয় এলাকাবাসী। এরপর ইউপি চেয়ারম্যান গত ১ জুন সাইফুল ইসলাম এবং মেহেদুল ইসলাম ইউপি সদস্যকে পর পর ৩টি কারণ দর্শানোর নোটিশ করেন। কিন্ত অজ্ঞাত কারণে ও ক্ষমতার দাপট দেখিয়ে অভিযুক্ত ওই দুই ইউপি সদস্য নোটিশ গ্রহণ করার পর ৪ মাসেও কোনো নোটিশেরই জবাব দেয়নি বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

এ ব্যাপারে ভিজিএফের চাল আত্নসাৎ বিষয়ে সাংবাদিকরা মতামত জানতে চাইলে, অভিযুক্ত দুই ইউপি সদস্য সাইফুল ইসলাম এবং মেহেদুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে। ইউপি সদস্যরা তবে তারা চেয়ারম্যানের করা পরপর তিনটি কারণ দর্শানো নোটিশের বিষয়ে কোন প্রশ্নের জবাব দিতে পারেনি। বিষয়টি নিয়ে সমঝোতা হয়েছে দাবি করে তিনি বলেন, আজকে আমরা উপজেলা নির্বাহী অফিসার স্যারের সঙ্গে বসব। ইউপি সদস্যগণ এসেছেন, আলোচনা করা হবে।

এ ব্যাপারে মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সাংবাদিকদের কাছে বলেন ভিজিএফের চাল আত্মসাতের নোটিশ পাঠানোর বিষয়ে সত্যতা স্বীকার করেন, বিষয়টি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেনকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়