সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় সিএনজি চাপায় বেলাল হোসেন মাস্টার (৫০) নামে এক পথচারির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেলাল হোসেন রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তার ওপর পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজি তার মাথার ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে বেলাল হোসেন মারা যান।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।