শিরোনাম
◈ নেতাকর্মীদের ওপর হামলা চালানো লাল রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয়: ডিএমপির ডিবিপ্রধান ◈ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কাল বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ নৃশংস ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন হবে ◈ লা লিগায় গভীর রা‌তে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ মা‌য়োর্কার ◈ টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও মহাসড়ক অবরোধ গণঅধিকার পরিষদের কর্মীদের ◈ শহীদ মিনারে তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মহাসমাবেশ ◈ শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা, আহত-৫ ◈ পাসপোর্টে তথ্যগত ভুলে ভোগান্তির শিকার সাধারণ আবেদনকারীরা, প্রতিদিন শত শত সংশোধনের আবেদন ◈ আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ ◈ নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ১২:০১ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, শতাধিক নেতাকর্মীর পদত্যাগের হিড়িক!

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, দলীয় অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি, একক আধিপত্য বিস্তারসহ নানান অভিযোগ তুলে নওগাঁয় জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি এবাদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি আখতারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খানসহ জেলা ও উপজেলার নেতারা।

সংবাদ সম্মেলনে এবাদুল ইসলাম বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আজ থেকে আমরা বাংলাদেশ গণঅধিকার পরিষদের সকল পর্যায় থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এই সিদ্ধান্ত হঠাৎ বা আবেগপ্রবণ হয়ে নয়। দীর্ঘদিনের পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও বিবেকের তাড়না থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

পদত্যাগের পিছনে কয়েকটি ‘গুরুত্বপূর্ণ কারণ’ উল্লেখ করেন তিনি। কারণ হিসেবে তিনি বলেন,

‘১। সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হয়েছে। যারা মাঠে ময়দানে সর্বোচ্চ দিয়ে সংগঠন গড়ে তুলেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তাদের কোনো মূল্য নেই।

২। দলের অভ্যন্তরে মতামতের কোনো মূল্য নেই, উপর থেকে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর।

৩। নীতি নৈতিকতা ও আদর্শের কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে।

৪। নওগাঁ জেলা গণঅধিকার পরিষদের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মৌখিক ভোট উপেক্ষা করে পকেট কমিটি গঠন করা হয়েছে।

৫। জেলা কমিটি গঠনের জন্য একটি উপকমিটি গঠন করা হলেও তাদের সিদ্ধান্তের তোয়াক্কা না করে অলৌকিক ক্ষমতায় কমিটি ঘোষণা করা হয়েছে, যা ওই উপকমিটির সদস্যরাও জানে না।

৬। মূল সংগঠন গণঅধিকার পরিষদ হলেও নিয়ন্ত্রণ করে অঙ্গসংগঠন যুব অধিকার পরিষদ যা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী।

৭। বিভিন্ন কমিটি গঠনে অর্থ বাণিজ্য হয়েছে বলে আমরা প্রত্যক্ষভাবে অবগত হয়েছি।

৮। জেলায় কোনো কর্মসূচি করতে হলে কেন্দ্রীয় নেতাদের আনতে জেলা থেকে অর্থ সংগ্রহ করতে বলা হয়, যা এক প্রকার চাপ ও অবিচার।

৯। নতুন ধারার রাজনীতির কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে পুরনো ধ্যান-ধারণা ও আচরণে সবকিছু চলছে।

১০। শুধু নওগাঁ জেলা নয়, রাজশাহী বিভাগে উচ্চ ক্ষমতা প্রয়োগ করে প্রতিনিয়ত সংগঠনের ক্ষতি করে যাচ্ছে।

সুমন কবির, সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ, আমিনুল ইসলাম মাসুদ, সদস্য, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সদস্য এবং উপকমিটি সদস্য, রাজশাহী বিভাগ, এস এম সাব্বির, রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, যুব অধিকার পরিষদ ও বিভাগীয় উপকমিটি, যুব অধিকার পরিষদ। এদের সকল প্রকার অনৈতিক কাজকে কেন্দ্র প্রশ্রয় দেয়।

১১। সর্বোপরি, সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অপমানজনক।’

সংবাদ সম্মেলনে সাংবাদিক উদ্দেশে এবাদুল ইসলাম আরও বলেন, ‘আমি রাজনীতিকে জনসেবা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যম হিসেবে দেখি। কিন্তু বর্তমান সংগঠন তার মূল পথ উদ্দেশ্য থেকে সরে এসেছে। তাই নিজের আত্মমর্যাদা, রাজনৈতিক আদর্শ ও তৃণমূল কর্মীদের প্রতি দায়িত্ববোধ থেকে এই সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়