মো.রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছেঁড়া ১০০ টাকা দ্বন্দ্বে বাবুল হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ পৌরবাসীর ব্যানারে ইসরাইল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মোয়াজ্জেম হোসেন মেহেদী, শিবগঞ্জে বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, শিবগঞ্জ পৌর জামায়াতের সহকারী আমির আবদুস সামাদ শামীম রেজা, নিহতের ছোট ভাই নজরুল ইসলাম, নিহতের ছেলে শওকত হোসেন সাঈদ, স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ইতি ও শাহীন আলী।
মানববন্ধনে জানানো হয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী বাবুলকে হত্যা করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনা শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত এজাহারভুক্ত কোন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। এই নিয়ে মানববন্ধনকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ছেঁড়া টাকা দ্বন্দ্বে বাবুল হত্যার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতার আমাদের অভিযান অব্যাহত রয়েছে।