শিরোনাম
◈ সৌদি গ্রিন কার্ড: নির্দিষ্ট অর্থে আজীবন বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য ◈ চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী ◈ ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে অবস্থান স্পষ্ট করলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ◈ প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২০৮ কোটি ডলার ◈ প্রকাশ্যে হাসনাত-সারজিসকে ক্ষমা চাইতে আলটিমেটাম ◈ ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন ◈ কুমিল্লায় বিদেশ থেকে ছুটিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আবুল হাসান ◈ মোবাইল হ্যাকিংয়ের শিকার মোল্লাহাটের ইউএনওসহ সরকারি কর্মকর্তারা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান ◈ কুমিল্লার লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে বরপক্ষকে মারধর ও লুটপাটের ঘটনায় কনে পক্ষের বিরুদ্ধে থানায় মামলা

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ৩ কোটি ৮৩ লাখ ডলারের মাছ রফতানি

আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে ১৩ হাজার ৭৪২ মেট্রিক টন দেশীয় মাছ ভারতে রফতানি হয়েছে। এর আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৪৭০ কোটি ৬১ লাখ টাকা বা ৩ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ৯৭৬ মার্কিন ডলার। গত অর্থবছরের তুলনায় এবার রফতানি বেড়েছে প্রায় ৫ হাজার ৪৫০ মেট্রিক টন।

বানিজ্যিক সংশ্লিষ্টরা জানান, বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। দেশে বছরে মাছের চাহিদা প্রায় ৪৮ লাখ মেট্রিক টন হলেও ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন হয়েছে ৫০ লাখ ১৮ হাজার টন। ফলে চাহিদার তুলনায় উদ্বৃত্ত মাছ বিদেশে রফতানির সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ থেকে ২০২৪-২৫ অর্থবছরে মোট ৯১ হাজার মেট্রিক টন মাছ ও মৎস্যজাত পণ্য রফতানি হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৫ হাজার ১৪৫ কোটি টাকা। এর মধ্যে শুধু বেনাপোল বন্দর দিয়েই ভারতে রফতানি হয়েছে ১৩ হাজার ৭৪২ মেট্রিক টন মাছ। গত অর্থবছরে (২০২৩-২৪) রফতানির পরিমাণ ছিল ৮ হাজার ২৯২ টন, যা থেকে আয় হয়েছিল ২ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৭৫ মার্কিন ডলার (প্রায় ৩১২ কোটি টাকা)। অর্থাৎ এক বছরে রফতানি বেড়েছে প্রায় ৬ হাজার ৪৫০ মেট্রিক টন এবং বৈদেশিক আয় বেড়েছে প্রায় ১ কোটি ২৯ লাখ ডলার।

তবে ব্যবসায়ীরা জানান, রফতানি প্রক্রিয়ায় এখনও নানা ভোগান্তি রয়ে গেছে। বিশেষ করে ছাড়পত্রের মতো আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ৮৫ কিলোমিটার দূরের খুলনা যেতে হয়, যা সময়ক্ষেপণ ঘটায় এবং পচনশীল মাছ দ্রুত সরবরাহে বাধা সৃষ্টি করে। বেনাপোলেই সব প্রক্রিয়া সম্পন্নের ব্যবস্থা করলে রফতানি আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, “খুলনা থেকে ছাড়পত্র নিতে বিলম্ব হয়। বেনাপোলেই যদি সব সুবিধা রাখা যায়, তবে বৈদেশিক মুদ্রা আরও বেশি অর্জন সম্ভব হবে।”

বেনাপোল বন্দর ফিশ কোয়ারেন্টাইন অফিসার সজিব সাহা জানান, গত বছরের তুলনায় এ বছর মাছ রফতানি প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এর মধ্যে মিঠাপানির মাছ রফতানি হয়েছে ১৩ হাজার ২১০ টন এবং ইলিশ ৫৩২ টন। রফতানিকৃত মাছের মধ্যে উল্লেখযোগ্য হলো পাবদা, ট্যাংরা, পারসে, তেলাপিয়া ও পাঙ্গাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়