শিরোনাম
◈ আজ ভোটের রোডম্যাপ: প্রবাসী ভোট থেকে সীমানা নির্ধারণে অগ্রাধিকার ◈ বাহুবলী: দ্য এপিক, ৫ ঘণ্টা ২৭ মিনিটের দীর্ঘতম সিনেমা ◈ দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা ◈ ১১৪ সরকারি হাসপাতালে চালু হচ্ছে চিকিৎসা যন্ত্রপাতির ডিজিটাল পর্যবেক্ষণ ◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা ◈ অনলাইন জুয়ার দাপট ঠেকাতে বিল পাস, ভারতে নিষিদ্ধ ৫ অ্যাপ ◈ রিজার্ভ ফের ৩১ বিলিয়ন ডলার ছাড়াল ◈ বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা ◈ প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যা বললেন ডিএমপি ◈ যুক্তরাষ্ট্রে মিনিয়াপোলিসের স্কুলে গুলি, নিহত ২, আহত ২০ (ভিডিও)

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা-সিলেট মহাসড়ক ফোর লেনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

এন এ মুরাদ, মুরাদনগর: কুমিল্লা-সিলেট মহাসড়ককে দ্রুত ফোর লেনে উন্নীত করার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টা  মুরাদনগর  উপজেলার কোম্পানীগঞ্জ ও দেবিদ্বার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

সড়ক অবরোধ কর্মসূচিতে সাধারন ছাত্র -জনতা, স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক এবং  ব্যবসায়ীরা  অংশ নেন। বিক্ষোভকারীরা মহাসড়কে ব্যানার-প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে অবিলম্বে সড়কটি প্রশস্ত ও উন্নত করার জোর দাবি জানান। 
তারা বলেন, মহাসড়কের সরু ও ভাঙাচোরা অবস্থা এবং যানজটের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ।

বিক্ষোভে অংশ নেওয়া কাজী হাসান বলেন, “এই মহাসড়কটি প্রতিদিন হাজার হাজার যানবাহনের চাপ সামলাচ্ছে। কিন্তু সড়কটির প্রসস্ত না হওয়ায়  দুর্ঘটনা বেড়েই চলেছে। আমরা দ্রুত ফোর লেন করার দাবি জানাচ্ছি।”

আরেক বিক্ষোভকারী কাজী নাছির বলেন, “স্কুলে যাওয়া-আসার পথে বাচ্চারা প্রতিদিন ঝুঁকির মুখে থাকে। এ সড়ক প্রসস্তকরণ ছাড়া নিরাপদ চলাচল সম্ভব নয়,  হাইওয়ে পুলিশ শুধু নামমাত্র দায়িত্ব পালন করেন। তাঁরা অবৈধ সিএনজি ও রুট পারমিট মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলোর বিরুদ্ধে কোনো ব্যাবস্হা নিচ্ছেনা ফলে দূর্ঘটনা ও যানজটে নাকাল সড়ক।”

বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও   প্রশাসনের আশ্বাসে বেলা সাড়ে ১১  টায় টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

উল্লেখ্য, গত কয়কদিনে  কুমিল্লা-সিলেট মহাসড়কে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সর্বশেষ বুড়িচং উপজেলার,  ময়নামতি, কংশনগর, দেবিদ্বার  উপজেলার চরবকার, বাড়েরা এলাকায়  সড়ক দূর্ঘটনায়  নিহত ও  আহত হওয়ার ঘটনায়  স্থানীয়দের মাঝে  ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

বিক্ষোভকারীরা দ্রুত ফোর লেনের কাজ শুরু না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর একনেক সভায় কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখার পর্যন্ত ফোর লেন মহাসড়ক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
এ মহাসড়কের অনুমোদিত প্রকল্পব্যয় ৭ হাজার ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা । এর মধ্যে বাংলাদেশ সরকারের দেওয়া ৪ হাজার ৩৭৮ কোটি টাকা।

অন্যদিকে ভারত সরকারের ২ হাজার ৮১০ কোটি ৬৫ লাখ টাকা ঋণ সহায়তা দেওয়ার কথা। প্রকল্পের অনুমোদিত মেয়াদ নির্ধারণ করা হয় ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও সড়কে গাছকাটা ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পটপরিবর্তনের পর এ প্রকল্পের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী গত ১০ আগস্ট বাংলাদেশ ছেড়ে চলে গেলে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়।

এবিষয়ে কুমিল্লা  সড়ক ও জনপথ (সওজ)  নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফ জানান, সড়কের কাজ হবে।  ফান্ড সমস্যার কারণে বিলম্ব হচ্ছে। ভারত যেই ঋণ সহায়তা  দেওয়ার কথা ছিলো তা পাওয়া যায়নি। এখন অন্যদিকে ফান্ড খোঁজা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়