ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে থেকে ৫ লাখ ৪ হাজার ভারতীয় জাল রুপি ও এক যুবককে আটক করেছে মহেশপুর(৫৮ বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় খোশালপুর সীমান্তে এ অভিযান পরিচালনা করে মহেশপুর ৫৮ বিজিবি।মহেশপুর ৫৮ বিজিবি সূত্রে জানা যায়, খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত অঞ্চল খোশালপুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন একটি বিজিবি'র টহল দল। এসময় ওলিয়ার শেখ (৩৭) নামে এক ব্যক্তিকে তার ৫ বছরের শিশু ছেলে আমানকে সঙ্গে নিয়ে ভারতীয় জাল রুপি বহন করার সময় আটক করা হয়।
আটক ওলিয়ারের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে।ওলিয়ার শেখ দীর্ঘদিন ধরে ভারতের বিহারে বসবাস করছিলেন। তিনি সেখানে দর্জির কাজ করতেন এবং স্থানীয় মুসলিম বস্তির এক নারীকে বিয়ে করেন। পরে তিনি বাগেরহাটের মারুফ নামের এক ব্যক্তির মাধ্যমে জাল রুপি সংগ্রহ করে ভারতে ব্যবহার কররেন বলে জানাযায়। সম্প্রতি ৬০ হাজার টাকায় ৫ লাখের বেশি জাল রুপি কিনে বাংলাদেশে আনার সময় বিজিবির হাতে ধরা পড়েন।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এব্যপারে জানান, সিমান্তে জাল রুপি পাচার রোধে আমাদের টহল দল সর্বদা তৎপর রয়েছে। এ ঘটনায় ওলিয়ার শেখকে জাল রুপিসহ মহেশপুর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছে বিজিবি।