শিরোনাম
◈ ট্রাম্পের শুল্কে ভারতীয় রপ্তানির বড় ধাক্কা, সুযোগে বাংলাদেশ-পাকিস্তান ◈ যেসব দেশে নাগরিকত্ব মিলবে বিয়ে করলেই ◈ ‘ভিক্ষুকের’ বাসায় পুলিশের অভিযান, মিলল ৪ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা ◈ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ◈ সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে, আছে ৮ লাখেরও বেশি কর্মী ◈ ট্রাম্পের শুল্কে বন্ধ ভারতের কারখানা, রপ্তানি হুমকিতে ◈ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রকৌশল শিক্ষার্থীদের: আল্টিমেটাম রাত ৮টা পর্যন্ত ◈ সব আসামি গ্রেপ্তার না হলে খাবার মুখে নেব না: ‘মব’ করে পিটুনিতে নিহত মাহিনের মা ◈ ডাকসুর ভিপি-জিএস পদে কার ব্যালট নম্বর কত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে পাচার কালে এক হাজার ৭০ বস্তা সার জব্দ ব্যবসায়ীর জরিমানা

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নিয়মবহিভুত ভাবে গুদামে ইউরিয়া সার মজুত ও পাচার কালে এক হাজার ৭০ বস্তার রাসায়নিক সার জব্দ ও ২৪৫ বস্তা পটাশ সার নিলামে বিক্রি এবং খুচরা সার ডিলার আশরাফ হাজির ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্েরট ও উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা। গতকাল মঙ্গলবার (২৬ আগষ্ট) বিকেল ৬টায় আদমদীঘির মুরইল বাজারের রাফি ট্রডোর্স নামে খুচরা সার বিক্রতোর গুদামে এ ঘটনা ঘটে। অভিযানে আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম উপস্থতি ছিলেন। 

আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম জানান, আদমদীঘি উপজেলার মুরইল বাজারে অবস্থতি মেসার্স রাফি ট্রডোর্স নামের এক খুচরা সার বিক্রতো ডিলারের গুদামে সরকারি নিয়মবহিভুত ভাবে অতিরিক্ত সার মজুত ও সেখান থেকে রাসায়নিক সার পাচার করা হচ্ছ।ে এমন সংবাদের ভিক্তেিত উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্েরট নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টিম ওই গুদামে অভিযান চালান। 

অভিযানে পাচারের উদ্যেেশ ট্রাকে বোঝাই করা ২৪৫ বস্তা পটাশ সার জব্দ করা হয়। এছাড়া গুদামে নিয়মবহিভুত রাখা অতিরিক্ত ৮২৫ বস্তা ইউরিয়া ও পটাশ সার মজুত রাখা ধরা পড়ে। এমসয় ভ্রাম্যমান ৮২৫ বস্তা সারসহ গুদাম সিলগালা ও খুচরা সার ডিলার রাফি ট্রডোর্স-এর মালিক আশরাফ হাজির ৩০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে পাচারের উদ্যােশে ট্রাক বোঝাই ২৪৫ বস্তা পটাশ সার প্রকাশ্যে নিলামে ২লাখ ৪১ হাজার ৩২৫ টাকা বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়। অবশিষ্ট ৮২৫ বস্তা রাসায়নিক সার নিলামে বিক্রি করা হবে বলে উপজেলা কৃষি অফিসার জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়