নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের দোয়ারাবাজারে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। আটককৃত গরুর মূল্য এগারো লক্ষ বিশ হাজার টাকা।
মঙ্গলবার ভোরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত পিলার ১২৩৩/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলোনীতে বাঁশতলা বিওপি এসব গরু আটক করে।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃত ভারতীয় গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।