শিরোনাম
◈ ক্রিকেটার সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ ◈ আর্জেন্টাইন কোচ এখন বসুন্ধরা কিংসে ◈ রাজনৈতিক প্রভাব কমাতে বাংলাদেশ ব্যাংকে বড় পরিবর্তনের খসড়া ◈ জুলাই শহীদ পরিবারে অনুদানের টাকা বণ্টনে সরকারের নতুন বিধিমালা ◈ শপথ নিলেন হাইকোর্টের নতুন অতিরিক্ত ২৫ বিচারপতি ◈ চিকিৎসাবিজ্ঞানে মাইলফলক:: ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না ◈ শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক ◈ ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর ◈ এবার তৌহিদ আফ্রিদির অপকর্মের বর্ণনা দিলেন তানভীর রাহী (ভিডিও) ◈ শ্বশুরের অতিরিক্ত বিচারক হওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন সারজিস

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ১১:২৬ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 

অটোরিকসা ও ইজিবাইকে শহর এখন শেরপুর! অনিয়ন্ত্রিত ও অদক্ষ চালকের বেপরোয়া চলাচলের কারণেও সৃষ্টি হচ্ছে যানজট

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ যানজট সমস্যা একটি মরণব্যাধি সমস্যায় রূপ নিয়েছে শেরপুর শহর । এই মরণব্যাধি যেন অক্টোপাসের মতো পৌরবাসীর  ওপর চেপে বসে আছে। কিছুতেই পিছু ছাড়ছে না এই যানজট নামক মরণব্যাধি। শহরের প্রতিটি সড়ক, অলিগলি, গুরুত্বপূর্ণ মোড়গুলোয় লেগে থাকছে এ সমস্যা। এ সমস্যা শহর বাসীকে দিনের পর দিন অতিষ্ঠ করে তুলছে; বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং নিম্নআয়ের মানুষ বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন।

যেখানে যেতে ১৫ মিনিট বা আধাঘণ্টা সময় লাগার কথা, যানজটের কারণে সেখানে পৌঁছাতে সময় লাগছে  বেশী । অবৈধভাবে ফুটপাত দখল, বর্ষা মওসুমে অতিরিক্ত রাস্তা খোঁড়াখুঁড়িতে প্রবল বৃষ্টিপাতে সড়কগুলোর বেহালদশা, গাড়ি-ট্রাক-প্রাইভেট গাড়িগুলোর যত্রতত্র পার্কিং, জায়গায় জায়গায় অটো থামিয়ে যাত্রীদের ওঠানামা, গাড়ি চালানোর সময় চালকদের বিরামহীন প্রতিযোগিতা, ।  ট্রাফিক আইন মেনে চলছে না ।

 শেরপুরের মানুষ যানজট নামক এই অসহনীয় মরণব্যাধি থেকে দ্রুত মুক্তি চায়। তারপরও যেন এ সমস্যা থেকে মুক্তি মিলছে না। এ সমস্যা পরিবহন ব্যবস্থাকে একেবারেই পর্যুদস্ত করে দিয়েছে। এছাড়া অনিয়ন্ত্রিত ও অদক্ষ চালকের বেপরোয়া চলাচলের কারণেও সৃষ্টি হচ্ছে যানজট। ফুটপাত দখল করে হকাররা বিভিন্ন দোকানপাট বসিয়েছেন। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসা ও অফিস শুরুর সময়ে শহরে যানজট চরম আকার ধারণ করছে। শব্দদূষণ ও যানজটের ভোগান্তিতে পড়েছেন শেরপুরবাসী।

এদিকে শহরের গুরুত্বপূর্ণ মোড় কলেজমোড়, খরমপুরম, নিউমার্কেট, থানামোড় , গোয়ালপট্টি মোড় , হাসপাতাল রোড ও খোয়ারপাড় শাপলাচত্বর এলাকায় অবৈধ পার্কিংয়ের কারণে এই ইজিবাইকই এখন ভোগান্তির অন্যতম কারণ শেরপুরবাসীর। এদিকে থানা মোড় সরকারী গণগ্রন্থাগার সামনে ব্যস্থতম রাস্তার উপর সিএনজি ষ্টশন এবং একই রাস্তার উপর  প্রতিনিধি কাউন্টার  নামে  সেখান থেকে প্রতিনিয়িত প্রায় ২০টি ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, কক্সবাজার সহ বিভিন্ন জেলার গাড়ী রাস্তার উপর  দাড়িয়ে থেকে প্যাছেন্জার উঠা নামা করে– এক অসহনীয় যানজট সৃষ্টি করছে । এ যেন মগের মুল্লুক, কথা বলার কেউ নেই, দেখার কেউ নেই। অষ্টিমিতলা এতো বড় টার্মিনাল থাকতেও এখানে দিনরাত রাস্তায় গাড়ি দাড়িয়ে প্যাছেন্জার উঠানামা করা হয়।

পৌর শহরের  ব্যস্থতম থানা মোড়  এলাকার বিভিন্ন ব্যবসায়ী এবং স্থানীয় লোকজন বলেন –থানা মোড়ের  রাস্তার বাম পার্শ্বে অবস্তিত তোতার অটোরিকশার স্ট্যান্ড সোবাহান এর স্যানেটারী দোকানের সামনে থেকে অসিমা ট্রেডার্স্ পযর্ন্ত স্ট্যান্ড  বানিয়ে - ২৪ঘন্টা যানজট সৃষ্টি এবং স্ট্যান্ডের নামে দীর্ঘ্ দিন থেকে চাদাঁ বাজী ও হচ্ছে । দিনের বেলা শহরের ভিতর দিয়ে চলছে নিষিদ্ধ নছিমন ভটবটি  । এ যেন অভিভাবকহীন পৌর শহর।

এবিষয়ে জেলা পুলিশের ট্রাফিক  কর্মকর্তা  নাম প্রকাশে অনিচ্ছুক  জানান, শহরের যানজট নিরসনে আমরা ভোর ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত বড় ও মাঝারি গাড়ি প্রবেশ নিষিদ্ধ করেছি। এছাড়া অবৈধ ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। শহরে যানজট নিরসনে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভা ও ইউনিয়ন থেকে অনিয়ন্ত্রিতভাবে লাইসেন্স প্রদান, লাইসেন্সবিহীন ও ইউনিয়ন থেকে শহরে আসা ইজিবাইকের কারণে কোনোভাবেই কমানো যাচ্ছে না যানজট।

এজন্য দ্রুত ফুটপাত দখলমুক্ত করাসহ ইজিবাইক-অটোরিকশা চলাচল শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সম্প্রতি একসঙ্গে  জেলার প্রায় ৫২টি ইউনিয়ন এবং ৪টি পৌর সভা মিলে  দেয়া হচ্ছে  ইজিবাইক-অটোরিকশার লাইসেন্স ।  জেলায় প্রায় ৪০ হাজারেরও বেশি ব্যাটারিচালিত ইজিবাইক-অটোরিকশা  চলছে  বলেও অভিজ্ঞ মহল মনে করেন ।

এসব ইজিবাইক-অটোরিকশা দ্রুত বাড়ছে, অন্যদিকে ছিনতাইও বিভিন্ন অপকর্মের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে । এসব ইজিবাইক-অটোরিকশা চালক যেমন অনভিজ্ঞ, তেমনী অনেক নাবালক ১০/১২ শিশুরাও চালক হিসেবে রাস্তায় গাড়ী চালাচ্ছে । এ কেমন শহর যেমন দেখার কেই নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়