শিরোনাম
◈ এনসিপির সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১-ইস্যুকে ‘ডিল’ করা উচিত: এনসিপি ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩ দলের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর ◈ টেকনাফে বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ◈ রাখাইনে তুমুল যুদ্ধ, ১৪টি শহর বিদ্রোহীদের দখলে, নজর রাখছে চীন ও ভারত ◈ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে: সালাহ উদ্দিন আহমদ ◈ খালেদা জিয়ার সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা কার্নির ◈ আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন, এখন অনেক ক্ষেত্রেই তারা অসহায়: মির্জা ফখরুল ◈ পরাজ‌য়ে শুরু, পরাজয় দি‌য়ে শেষ বাংলা‌দেশ দ‌লের টপ এন্ড টি-টোয়েন্টি ক্রিকেট

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ০৫:৩২ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে যৌথ বাহিনীর অভিযানে ১৮ জন গ্রেফতার

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত উপজেলার আলাপুর গ্রামের একটি বাড়িতে হামলা, ভাংচুরও লুটপাটের অভিযোগে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ছাতক থানার একটি মামলায় (নং ২১,তারিখ ২৩.০৮.২৫ ইং) আসামীদের গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের মৃতঃ নুরুল ইসলামের পুত্র হাসান আহমদ (২৪), মতিউর রহমানের পুত্র সাইদুর রহমান (২০), ফজর আলীর পুত্র কবির আহমদ (২০), সালামত আলীর পুত্র সালামিন আহমদ (১৮), পেশকার আলীর পুত্র লাহিন মিয়া (১৯), শিবনগর গ্রামের মৃত নুর আলীর পুত্র রুহিতুল ইসলাম নাহিদ (১৮), দিঘলী-চাকলপাড়া গ্রামের কমর আলীর পুত্র (গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক) মাসুম আহমদ (১৮), নোয়াগাও গ্রামের হাসান আলীর পুত্র রুহুল আমিন (২১), তেঘরি নোয়াগাও গ্রামের এরশাদ আলীর পুত্র জয়নাল আবেদীন (১৮), দিঘলী ভেরাজপুর  গ্রামের ফিরোজ মিয়ার পুত্র রেদওয়ান হোসেন প্রকাশ রেদওয়ান আহমদ (২৩)।

গোবিন্দগঞ্জ- সৈদেরগাও ইউনিয়নের তকিপুর গ্রামের রইছ আলীর পুত্র আব্দুল্লাহ (১৮), আশরাফ আলীর পুত্র (গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক) সিফাতুল ইসলাম ইমন (১৮), গোবিন্দনগর গ্রামের আতিক মিয়ার পুত্র নাইমুর রহমান (২২), নাছির আহমদের পুত্র কামরান আহমদ (২২), আলাপুর গ্রামের করম আলীর পুত্র আমির আলী (৩৫)। পুলিশ ও সেনাবাহিনীর টহলটিম রাতেই ঘটনাস্থল থেকেই তাদেরকে গ্রেফতার করেন।

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ'র নেতৃত্বে এসআই সাদেক আহমেদ, এসআই রাহিম মিয়া, এসআই মোফাখখারুল ইসলাম, এসআই মঞ্জুরুল, এসআই বিন আমিন, এএসআই সাহাব উদ্দিন, এএসআই মহি উদ্দিন, এএসআই তোহা সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষনিক এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছেন। 

এদিকে পৃথক মামলায় (নং-২২(৫)২০২৫) মামলার আসামী নং-২০(৮)২৫ এর আসামী শ্রী সুবাস দাস (১৯), জাহাঙ্গীর আলম রফিক (৩১) ও লালন মিয়া (৩৮)কে পুলিশ গ্রেফতার করেছে। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়