শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১-ইস্যুকে ‘ডিল’ করা উচিত: এনসিপি ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩ দলের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর ◈ টেকনাফে বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ◈ রাখাইনে তুমুল যুদ্ধ, ১৪টি শহর বিদ্রোহীদের দখলে, নজর রাখছে চীন ও ভারত ◈ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে: সালাহ উদ্দিন আহমদ ◈ খালেদা জিয়ার সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা কার্নির ◈ আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন, এখন অনেক ক্ষেত্রেই তারা অসহায়: মির্জা ফখরুল ◈ পরাজ‌য়ে শুরু, পরাজয় দি‌য়ে শেষ বাংলা‌দেশ দ‌লের টপ এন্ড টি-টোয়েন্টি ক্রিকেট ◈ আমাকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে: অমর্ত্য সেন

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৮:২৬ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনের ব্যবধানে কুয়াকাটা সৈকতে ভেসে এলো আরেক মৃত ডলফিন

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের ভেসে এলো একটি মৃত ইরাবতী ডলফিন।মাত্র একদিনের ব্যবধানে সৈকতে আরেকটি ডলফিন ভেসে আসায় স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে কুয়াকাটা সৈকতের ডিসি পার্ক সংলগ্ন স্থানে প্রায় তিন ফুট দৈর্ঘ্যের ডলফিনটি দেখতে পান স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী রিপন হাওলাদার।তিনি বিষয়টি উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-র সদস্যদের জানান।

উপরা’র আহ্বায়ক কে এম বাচ্চু বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে জেলেদের জালের আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে।পরে বিষয়টি পৌর প্রশাসককে জানানো হলে পৌরসভার টিম এসে বন বিভাগের লোকদের সাথে নিয়ে ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করে।

ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার উদ্দিন বলেন,একদিনের ব্যবধানে পরপর দুটি মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে আসা অত্যন্ত উদ্বেগজনক বিষয়।ডলফিন মৃত্যুর পেছনে নৌযানের ধাক্কা, মাছ ধরার জাল ও জেলেদের অসচেতন কার্যক্রম বড় ভূমিকা রাখছে।এ পরিস্থিতি রোধে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি এবং অভয়ারণ্য এলাকায় জালের ব্যবহার কঠোরভাবে সীমিত করা এখন সময়ের দাবি।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন,একদিনের ব্যবধানে আরও একটি মৃত ডলফিন ভেসে আসা সত্যিই উদ্বেগজনক। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এসব মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের আহ্বান জানাচ্ছি।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান জানান,গতকাল একটি মৃত ডলফিন মাটিচাপা দেওয়া হয়েছে।আজও খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ও পৌরসভার কর্মীরা ডলফিনটিকে মাটিচাপা দিয়েছে, যাতে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়