শিরোনাম
◈ উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজের দুটিতে বাংলাদেশ ◈ সিঙ্গাপুরে অনেক কম খরচে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ, সময় লাগবে ৪-৬ মাস ◈ এই দীপাবলিতে আপনাদের জন্য দ্বিগুণ আনন্দের ব্যবস্থা করছি: নরেন্দ্র মোদী ◈ ইঁদুর-পোকামাকড় দৌড়াতো, এমন কক্ষে খালেদা জিয়াকে রাখা হয়েছিল: মির্জা আব্বাসের ◈ সন্ত্রাসবাদের মামলায় মালয়েশিয়ায় অভিযুক্ত দুই বাংলাদেশি, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড ◈ বাংলাদেশে বিপ্লবের এক বছর পর আশা হতাশার দোলাচল: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ পলাতক ব্যক্তির আত্মসমর্পণ ছাড়া  আইনজীবী নিয়োগের সুযোগ নেই ◈ জনগণের সঙ্গে দূরত্ব ঘোচাতে চায় পুলিশ ◈ ‘আমার ভোট আমি দেব, এটার সুযোগ নাই’- বিএনপি নেতার ভিডিও ভাইরাল ◈ এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে: আন্দালিব রহমান পার্থ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকীয়ার বলি না আত্নহত্যা!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিয়াইয়ের সাথে আপওিকর অবস্থা এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়লে লজ্জায় আত্মহননের পথ বেচে নেন বিয়ানী আফরোজা বেগম।

কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সোনালীরকুটি গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম মেয়ের বিয়ে দেন ভোগডাঙ্গা ইউনিয়নের  চিলকিরপাড় গ্রামের মিজানের পুএের সাথে।

বৈবাহিক আত্নীয়তার সূত্র ধরে মেয়ে  হ্যাপী আক্তারের শশুর মিজান নিয়মিত বিয়ানী আফরোজা বেগমের বাড়িতে যাতায়াত করতেন। 

এলাকাবাসীর বিশ্বস্ত সূত্রে জানা যায়, আফরোজা বেগমের স্বামী আব্দুল হাকিম ও পুএ বাইরে কাজের সন্ধানে থাকার সুবাদে প্রায় বিয়াই মিজান আফরোজার বাড়ি যাতায়াত করে গড়ে তোলেন শারিরীক অবৈধ সম্পর্ক।

গত ১২ আগস্ট'২৫  মঙ্গলবার আফরোজা বেগম বিয়াইসহ নিজ মেয়ে হ্যাপী আক্তারকে  চিকিৎসা পত্র নিতে হাসপাতালে যান।

পরে মঙ্গলবার দিবাগত রাতে বিয়াই মিজান চলে আসেন বিয়ানী আফরোজা বেগমের বাড়িতে। রাতের অন্ধকারে বিয়ানীর নিজ ঘরে বিয়াই ঢুকে অনৈতিক মেলামেশায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন এলাকাবাসী। আপওিকর অবস্থায় আত্নহত্যাকারী  আফরোজা বেগমের দেবর তাইজুদ্দিন,স্ত্রী  জহুরা বেগম ও মহুবরের স্ত্রী জোৎসনা দেখতে পেলে বিয়াই দ্রুত সটকে পড়ে।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,বিষয়টি জানাজানি হলে ঐ দিন ১৩ আগস্ট বুধবার  দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আফরোজা বেগম।

আত্নহত্যাকারীর ছোট দেবর তাইজুদ্দিনের স্ত্রী জহুরা বেগম বলেন,মঙ্গলবার  রাতের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য পরের দিন আফরোজা বেগম বিভিন্ন ভাবে এলাকাবাসীকে  গালিগালাজ করে।অবশেষে লজ্জায় বুধবার দিবাগত রাতে ফাঁসিতে ঝুলিয়ে আত্নহত্যা করে।

এবিষয়ে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন ফাঁসি দিয়ে মৃত্যুবরণের বিষয়টি শুনে পুলিশকে খবর দিয়েছি।

এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ  জানান,এবিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়