শিরোনাম
◈ টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জে নেপালকে হারা‌লো বাংলাদেশ এ’ দল ◈ ইং‌লিশ লিগের উদ্বোধনী ম্যাচে বর্ণবাদের অভিযোগ ◈ ওয়ান-ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে : ড. মঈন খান  ◈ জুলাই সনদের খসড়া মতামতের জন্য রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে ◈ বসুন্ধরা আবাসিক এলাকায় পানির ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু ◈ আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ জেলায় বন্যার আশঙ্কা ◈ যাকে রাষ্ট্রপ্রধান বানানো হলো, তিনি লন্ডন গিয়ে সিজদা দিলেন: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ সিলেট সদর উপজেলায় যৌথ অভিযানে ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ ◈ এক মাস পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি  ◈ আলোচনায় নীতা আম্বানির ১০০ কোটির গাড়ি, কী আছে এতে?

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫, ০৫:২১ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বকেয়া বেতনের দাবিতে: গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

এ এইচ সবুজ,গাজীপুর: পোশাক কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে রোয়া ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে ভোগড়া বাইপাস (উড়াল সেতু) সংলগ্ন স্থানে সড়ক অবরোধ করেন।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।

তিনি আরো জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রোয়া ফ্যাশন লিমিটেড কারখানা বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় অবস্থিত। ওই কারখানায় ১১০০ শ্রমিক কর্মরত আছেন।

শ্রমিকরা জানান, কারখানা স্থানান্তরজনিত অসন্তোষ এবং চলতি বছরের জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে তারা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। তারা বকেয়া বেতন এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন।

এর আগে, গত ১১ আগস্ট ১৩ (১) ধারা মোতাবেক বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি এবং আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে কারখানা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ।

শ্রমিকদের বিক্ষোভে চৌধুরীবাড়ি এলাকার আরো কয়েকটি কারখানা ছুটি দিতে বাধ্য হয়েছে বলে জানায় পুলিশ। ঘটনাস্থলে শিল্প পুলিশের দুটি টিম মোতায়েন রয়েছে।

এ বিষয়ে রোওয়া ফ্যাশন লিমিটেডের মালিক এনায়েত করিম বলেন, শ্রমিকরা এক মাসের বেতন পাবেন। আমি টাকা পরিশোধ করে দেবো। টাকা পরিশোধ করার জন্য আমি একটি জমি বিক্রি করছি। জমি বিক্রির টাকা পেয়ে বকেয়া পরিশোধ করে দেবো। আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়