শিরোনাম
◈ সিলেট সদর উপজেলায় যৌথ অভিযানে ২ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ ◈ এক মাস পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি  ◈ আলোচনায় নীতা আম্বানির ১০০ কোটির গাড়ি, কী আছে এতে? ◈ জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ সব ধর্মের মানুষ নিশ্চিন্তে বসবাস করবে বাংলাদেশে: সেনাপ্রধান (ভিডিও) ◈ নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: ড. ইউনূস ◈ শেরপুরে প্রতারণা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগং, বিকেলেই জামিনে মুক্ত ◈ সুন্দরবনের উপকূলে বাঁধ ভেঙে ডুবে গেল ৭০০ একর মাছের ঘের, কোটি টাকার ক্ষতির মুখে চাষিরা ◈ পটুয়াখালীতে একরাতে ব্যাংকের এটিএম বুথসহ দুই দোকানে দূর্ধর্ষ চুরি, গুরুতর আহত নিরাপত্তা কর্মী ◈ মারা গে‌লেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও কোচ বব সিম্পসন

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫, ০২:০২ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে ট্রাক চাপায় এক ভ্যানচালক নিহত

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। 
নিহত ভ্যান চালকের নাম সাহিদ শেখ (৪৫)। সে পৌরসভার সোতাশী গ্রামের বিল্লাল উদ্দিন শেখের ছেলে। 

মঙ্গলবার (১২ আগস্ট)  রাত দেড়টার দিকে উপজেলার মাইঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী মমিন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়,  রাতে মমিন মার্কেটে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলো নিহত সাহিদ শেখ ও তুহিন নামে এক যুবক। এসময় মাইঝকান্দী- ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে পাশে বাচ্চুর ধানের চাতালের সামনে গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি দ্রুতগামী ট্রাক অপর একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে  সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাহিদকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অপর পথচারী তুহিন শেখ (৩০) অল্পের জন্যে বেঁচে যায়।

প্রত্যক্ষদর্শী তুহিন শেখ জানান - দুটি ট্রাক একসাথে আসছিল। হঠাৎ  গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাকটি ওভারটেক করতে গিয়ে সাহিদ শেখকে চাপা দেয়। তার কোমরের উপর দিয়ে চাকা ওঠে গেলে ঘটনাস্থলেই মারা যায় সে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ না দেওয়ায়, মৃতদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়