শিরোনাম
◈ প্রবাসীদের সুখবর দিলো ইসি ◈ সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ তারেক রহমানই হবেন বিএনপির প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির ◈ বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন চুক্তি সই ◈ রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ ◈ চালকের ঘুমে প্রাণ গেল ৭ জনের, এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত চালক ◈ বিএনপি যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিলেন সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ ‌‘এনসিপি নেতাদের ‘কক্সবাজার ভ্রমণ’ নিয়ে মনে সন্দেহ জেগেছে’ (ভিডিও) ◈ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ধরার একটি নৌকায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন চারজন জেলে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার বয়ারচর ব্রীজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০), গণি খাঁ (৪৫) ও ফারুক (৩৯)। তারা সবাই রায়পুর উপজেলার চরবংশী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ ধরার নৌকায় রান্নার সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। এতে চারজন দগ্ধ হন এবং একজন নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর হাসপাতালে পাঠান।

এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়েছে।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনা শীষ মজুমদার বলেন, দগ্ধ দুইজনকে আমাদের এখানে আনা হয়েছিল। তাদের অবস্থা অত্যন্ত গুরুতর ছিল। শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় রেফার করা হয়েছে।

এদিকে রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দগ্ধ জেলেদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নৌকায় রান্না করার সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়