শিরোনাম
◈ বিএনপি যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিলেন সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ ‌‘এনসিপি নেতাদের ‘কক্সবাজার ভ্রমণ’ নিয়ে মনে সন্দেহ জেগেছে’ (ভিডিও) ◈ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির ◈ রাজনৈতিক বিশ্বাসের অপবিত্রতা দূর করতে: গাজীপুরে বিএনপি কার্যালয় দুধ দিয়ে ধুয়ে শুদ্ধি অভিযান  ◈ ভিসা মিললেও পা‌কিস্তান এশিয়া কাপ হকিতে ভারতে দল পাঠাতে রাজি নয়  ◈ পুমাস‌কে হা‌রিয়ে লিগস কা‌পের কোয়ার্টার ফাইনালে মে‌সির ইন্টার মায়ামি  ◈ কাশারি বাড়ির কবরস্থানজুড়ে আজও বুকফাটা কান্না ◈ আজ থেকে অন্তর্বর্তী সরকারের ‘দ্বিতীয় অধ্যায়’ শুরু: সচিবালয়ে প্রধান উপদেষ্টা ◈ চেতনানাশক খাওইয়ে কুড়িগ্রামে এক স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার ◈ অন্তর্বর্তী সরকারের ১২ মাসে ১২ সাফল্যের কথা জানালেন প্রেসসচিব

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫, ০৫:২৪ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশারি বাড়ির কবরস্থানজুড়ে আজও বুকফাটা কান্না

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ওমান প্রবাসী বাহার উদ্দিনের পরিবারের ৭ সদস্যের দাফনের পরও কবরস্থান ঘিরে থামেনি স্বজনদের আহাজারি। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়িতে গিয়ে দেখা যায়, কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন স্বজনেরা।

সাদা কফিনে করে আসা প্রিয়জনদের পাশাপাশি কবরেই চিরঘুমে শুয়ে আছেন বাহারের মা মোরশেদা বেগম (৫০), দুই পুত্রবধূ কবিতা আক্তার (২৪) ও লাবনী আক্তার (২৫), তিন নাতনি মীম (২), রেশমা (৯) ও লামিয়া (৮)। আর নিহত মোরশেদার মা ফয়জুন নেছা (৭০)-কে দাফন করা হয়েছে পাশের হাজিরপাড়া গ্রামে, তার বাবার বাড়ির কবরস্থানে।
এদিন নিহত কবিতার বড় বোন লিপি আক্তার কাঁদতে কাঁদতে ডেকেছেন তার বোন ও ভাগনিকে। আর লাবনী ও লামিয়ার শোকে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন নানী সেলিনা বেগম ও নানা নূরুল ইসলাম।

এই পরিবারের সবাই মিলেই যাচ্ছিলেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী বাহার উদ্দিনকে আনতে। কিন্তু পথে নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় মাইক্রোবাসটি। প্রাণে বেঁচে গেলেও ভেঙে পড়েছেন বাহার ও তার শ্বশুর। এই ঘটনায় পুরো এলাকা এখনো স্তব্ধ। নীরবতা আর কান্না যেন ছাপিয়ে গেছে চারপাশ।
বেঁচে ফেরা গৃহকর্তা আব্দুর রহিম বলেন, চালক যদি দরজার লক খুলে দিত, সবাই বের হয়ে আসতে পারত। কিন্তু সে নিজে জানালা দিয়ে পালিয়েছে। তিনি ও স্বজনরা চালকের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এর আগে বুধবার (৬ আগস্ট) বাদ আসর সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের সাতজনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ছয়জনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত বাহার উদ্দিনের শাশুড়ি ফয়জুন নেছার মরদেহ নেওয়া হয় পাশ্ববর্তী হাজিরপাড়া গ্রামের নিজ বাড়িতে। পরে সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় বলে জানান স্বজনরা।

বুধবার ভোরে বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারসংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস খালে পড়ে যায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। গাড়ির মালিক রাসেল এসে স্বজনদের সঙ্গে কথা বললেও চালকের পরিচয় নিয়ে কিছু জানাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়