শিরোনাম
◈ প্রবাসীদের সুখবর দিলো ইসি ◈ সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ তারেক রহমানই হবেন বিএনপির প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির ◈ বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন চুক্তি সই ◈ রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ ◈ চালকের ঘুমে প্রাণ গেল ৭ জনের, এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত চালক ◈ বিএনপি যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিলেন সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ ‌‘এনসিপি নেতাদের ‘কক্সবাজার ভ্রমণ’ নিয়ে মনে সন্দেহ জেগেছে’ (ভিডিও) ◈ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫, ০২:৫৮ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটিয়ায় এনাম সমর্থিত বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত- ৮

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপি সদস্য এনামুল হক এনামের বিজয় মিছিলে তার সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় পটিয়া বাইপাসের ইন্দ্রপুল এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন—ধলঘাটের নন্দেরখীল গ্রামের আবদুর রহিম (৬২), আরাফাত (১৮), আবু বক্কর (৪০), শামসুল আলম (৫৫), বাকদণ্ডী গ্রামের আবদুল সামাদ (৩৮), চাপড়ী গ্রামের ফরিদুল আলম (৩৩), মনির আলম (৩৫) ও মোস্তাফিজ (১৬)। তারা প্রত্যেকেই পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনামের নেতৃত্বাধীন গ্রুপ এবং ইদ্রিস মিয়ার গ্রুপ পৃথকভাবে বিজয় মিছিল আয়োজন করে। এনাম গ্রুপের মিছিল পটিয়া বাইপাস মোড়ে পৌঁছালে নিজেদের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে এ সময় ইদ্রিস মিয়ার গ্রুপ সেখানে উপস্থিত ছিলেন না। পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম সমর্থিত বিএনপি নেতা কর্মীগণ সন্রাসী নির্ভর, ইতিমধ্যে অনেক নেতা কর্মীর বিরুদ্ধে নানান অভিযোগ উঠে।

এদের বিভিন্ন অপকর্মের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, মুলধারার বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্তা নেওয়ার দাবি জানিয়ে বিএনপি কেন্দ্রীয় হাইকমান্ডের সুদৃষ্টি কামনা করেন। এ বিষয়ে এনাম গ্রুপের নেতা খোরশেদ আলম বলেন, মিছিলে পারিবারিক বিরোধের জেরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এটি কোনো দলীয় দ্বন্দ্ব ছিল না বলে জানান। তবে তারও বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানান অভিযোগ রয়েছে। এবিষয়ে এনাম কে একাধিকবার ফোন করে তার বক্তব্য পাওয়া যায়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়