তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের মাজার সংলগ্ন বাজারের একটি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ঘটেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ভূষিভত হয়। ৩ আগষ্ট রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি চৌকসদল ঘটনাস্থলে পৌঁছে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, প্রতিহিংসা বশবর্তী হয়ে কে বা কারা পরিকল্পিতভাবে এ আগুন লাগিয়ে দিয়েছে। সাম্প্রতিককালে মাদকাসক্তদের দৌড়াত্ব বৃদ্ধি পাওয়ায় এই বাজারে প্রায়ই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। গত ২৮ জুলাই বাজারের পাশের হযরত ওমর (রাঃ) জামে মসজিদের মূল্যবাণ ২টি মাইকের ব্যাটারিও চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।
আগুনে ভূষিভত হয়ে যাওয়া দোকানের মালিক মো. আনিস মিয়া জানান, এর আগেও আমার পাশের দোকানে দূর্বৃত্তরা আগুন দিয়েছিলো। কি কারণে এমন ঘটনা ঘটায় আমি নিজেও বুঝে উঠতে পারছি না।
এ ব্যাপারে পাকুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আ: হালিম সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পাকুরিয়ার মাদকসেবী ও দূর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারলে এমন ঘটনা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বলে আমি করি।