শিরোনাম
◈ দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রিয়াজ ◈ শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি আইনে বড় পরিবর্তন আসছে ◈ অবৈধ পথে আমেরিকা পাড়ি: ফিরলেন কেবল হতাশা নিয়ে ◈ জরুরি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে ◈ গোপন বৈঠকে সরকার উৎখাতের ছক নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা-কর্মীদের, গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর ◈ ত্রিদেশীয় সিরিজে এবার হে‌রেই গে‌লো বাংলাদেশ ◈ নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব ২০ বাছাইয়ের জন্য বাংলা‌দেশ দল ঘোষণা ◈ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি জামায়াতসহ ২৯ রাজনৈতিক দল, ১১ দল অনুপস্থিত ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: জুলাইয়ে মৃত্যু ৪১ জন, আক্রান্ত ছাড়াল ১০ হাজার ◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫, ০১:৪৫ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমন্বয়কের চাঁদাবাজি: রিয়াদের মায়ের দাবি ভুয়া, তাদের অনুদান দেয়নি আস–সুন্নাহ ফাউন্ডেশন

গুলশানে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে তার মা রেজিয়া বেগম যে দাবি করেছেন, তা অস্বীকার করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৯ জুলাই) ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, রিয়াদ বা তার পরিবারের কোনো সদস্যকে তাদের পক্ষ থেকে কোনো অর্থ দেওয়া হয়নি।

আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ ঢাকার বেসরকারি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক।

গত ২৭ জুলাই গুলশানে আওয়ামী লীগের নেত্রী ও সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদার টাকা নিতে গিয়ে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার পরই রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে তার পরিবারের হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে রিয়াদের মা রেজিয়া বেগম বলেন, বন্যার পর সরকারের দেওয়া চার বান্ডিল ঢেউটিন বিক্রি করে এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে পাওয়া ৫০ হাজার টাকা মিলিয়ে ঘর নির্মাণ করেছেন।

তবে আস-সুন্নাহ ফাউন্ডেশন জানিয়েছে, তাদের রেকর্ড অনুযায়ী ওই ইউনিয়নের উপকারভোগীদের তালিকায় আবদুর রাজ্জাক, তার বাবা আবু রায়হান কিংবা তার মা রেজিয়া বেগমের নাম নেই। এমনকি রিয়াদ বা তার পরিবারের কোনো বিকাশ নম্বরেও তাদের পক্ষ থেকে কোনো লেনদেন হয়নি বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়