শিরোনাম
◈ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপ সাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি, নিখোজ ৬, উদ্ধার ৯ ◈ লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে চাই, কোটি টাকার ক্ষতি  ◈ ফরিদপুরে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে : চালক নিহত, আহত ১৫ ◈ মাওলানা ভাসানীর আদর্শেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম ◈ ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে ৩জন নিহতের ঘটনায় বিজিবির বিরুদ্ধে মামলা ◈ সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকে হরিণ ও বন্য শুকর, বন বিভাগের সাহসী অভিযানে উদ্ধার! ◈ হেলপার চালাচ্ছিল ট্রাক, পাশে বসা চালক; দুর্ঘটনায় হেলপারের মৃত্যু ◈ গাজীপুরে ম্যানহোলে নিখোঁজ জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার ◈ তীব্র তারল্য সংকটে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংক, গ্রাহকের জমানো টাকাও দিতে পারছে না! ◈ এবার জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ দাবি করল পাকিস্তান

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ সকাল বেলার ভাত খাওয়া নিয়ে তর্কবিতর্কের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামে। নিহত যুবক জামাল হোসেন (২১) মহেশপুর কাজিরবেড় ইউনয়নের পলিয়ানপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভাত খাওয়া নিয়ে বড় ভাইয়ের সঙ্গে বিকর্তে জড়ায় ছোট ভাই জামাল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড়ভাই উজ্জলের হাতে থাকা পিয়ারা কাটা ছুরি দিয়ে জামালের পেটে আঘাত করে। এতে ছোটভাই জামাল গুরুতর আহত হন।

খবর নিশ্চিত করে মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভাত খাওয়ার মতো অতি তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাই উজ্জল হোসেনের সঙ্গে ছোট ভাই জামালের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উজ্জলের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জামালের পেটে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। জামালকে উদ্ধার করে নিকটস্থ ভৈরব বাজারের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু ঘটে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ( ওসি)  জানান, নিহত জামালের বড় ভাই উজ্জল একজন ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রেতা। তার হাতে সব সময় ধারালো ছুরি থাকতো। সেই ছুরি দিয়েই আঘাত করেছে। ঘটনার পরপরই উজ্জল পালিয়ে গেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়