শিরোনাম
◈ পদ্মা পারাপারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: চরভদ্রাসনে স্পিডবোটে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর পদক্ষেপ ◈ সৌদি আরবে কর্মভিসা এখন আরও সহজ: দক্ষতার ভিত্তিতে নতুন সুযোগ ◈ বেনাপোল বন্দরে ক্যানসার আক্রান্ত পাসপোর্টধারীর ১৬ হাজার টাকা ছিনতাই ◈ “পুলিশ বাহিনীর মেরুদণ্ড আপনারা”, এসআইদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের ◈ ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা ◈ ‘বিএনপিকে আটকাতে সংস্কারের নামে নতুন প্রস্তাব সামনে আনা হচ্ছে’ ◈ মধুপুর গড়ে হারিয়ে যাওয়া ময়ূর ফিরে আসছে: শালবন পুনরুদ্ধারে নতুন আশার আলো ◈ কুমিল্লায় জুতা ব্যবসায়ী টিপু হত্যা: দুইজনের যাবজ্জীবন, ছয়জনের ১০ বছর কারাদণ্ড ◈ নোয়াখালীতে টাকা ফেরত চাইতে গিয়ে নারী ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ ◈ “পিন্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করতে নয়” — টাঙ্গাইলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ৮, নেতৃত্বে ‘ভুয়া নেতা’ সুমন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার রাহাতের মোড় এলাকায় সেনাবাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটজনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি বসতবাড়ি ঘিরে ফেলে সেখান থেকে আটজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ১টি ছুরি, ২টি ককটেল, ৪টি ভুয়া পরিচয়পত্র, ৩টি খালি গুলিসহ পিস্তলের খোসা, ১২টি মোবাইল ফোন ও ৪টি লাইটার।

জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—

বিষ্ণুপুর গ্রামের এসকে সুমন

কচুয়ার চন্দ্রপাড়া গ্রামের জাহিদুল ইসলাম

সদর উপজেলার হৃদয় মল্লিক

পিরোজপুরের রঘুনাথপুরের জাকারিয়া হোসেন

গোপালপুর গ্রামের মোহাম্মদ অভি

বিষ্ণুপুর গ্রামের শেখ মুফাসসিল হোসেন

বারইখালী গ্রামের সবুজ কুমার সাহা

মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার

প্রতারণার মাধ্যমে এসকে সুমন নিজেকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও নানা অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী জানান, সুমন সংগঠনের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড চালালেও তিনি কখনোই সংগঠনের বৈধ সদস্য ছিলেন না।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়