শিরোনাম
◈ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপ সাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি, নিখোজ ৬, উদ্ধার ৯ ◈ লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে চাই, কোটি টাকার ক্ষতি  ◈ ফরিদপুরে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে : চালক নিহত, আহত ১৫ ◈ মাওলানা ভাসানীর আদর্শেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ ইসলাম ◈ ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে ৩জন নিহতের ঘটনায় বিজিবির বিরুদ্ধে মামলা ◈ সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকে হরিণ ও বন্য শুকর, বন বিভাগের সাহসী অভিযানে উদ্ধার! ◈ হেলপার চালাচ্ছিল ট্রাক, পাশে বসা চালক; দুর্ঘটনায় হেলপারের মৃত্যু ◈ গাজীপুরে ম্যানহোলে নিখোঁজ জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার ◈ তীব্র তারল্য সংকটে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংক, গ্রাহকের জমানো টাকাও দিতে পারছে না! ◈ এবার জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ দাবি করল পাকিস্তান

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ৮, নেতৃত্বে ‘ভুয়া নেতা’ সুমন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার রাহাতের মোড় এলাকায় সেনাবাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটজনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি বসতবাড়ি ঘিরে ফেলে সেখান থেকে আটজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ১টি ছুরি, ২টি ককটেল, ৪টি ভুয়া পরিচয়পত্র, ৩টি খালি গুলিসহ পিস্তলের খোসা, ১২টি মোবাইল ফোন ও ৪টি লাইটার।

জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—

বিষ্ণুপুর গ্রামের এসকে সুমন

কচুয়ার চন্দ্রপাড়া গ্রামের জাহিদুল ইসলাম

সদর উপজেলার হৃদয় মল্লিক

পিরোজপুরের রঘুনাথপুরের জাকারিয়া হোসেন

গোপালপুর গ্রামের মোহাম্মদ অভি

বিষ্ণুপুর গ্রামের শেখ মুফাসসিল হোসেন

বারইখালী গ্রামের সবুজ কুমার সাহা

মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার

প্রতারণার মাধ্যমে এসকে সুমন নিজেকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও নানা অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী জানান, সুমন সংগঠনের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড চালালেও তিনি কখনোই সংগঠনের বৈধ সদস্য ছিলেন না।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়