শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ঘোষণা ৫ আগস্ট ◈ মবের তাণ্ডব, ডাইনী সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পু.ড়িয়ে হত্যা ◈ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুই ◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে মৃত ঘোষিত ব্যক্তি গোসলের সময় নড়ে উঠলেন, পরে হাসপাতালে মৃত্যু

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ও বিস্ময়কর ঘটনা।

সোমবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে জামালউদ্দিন (৭০) নামের এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। ইসলামি রীতিতে দাফনের প্রস্তুতিও শুরু হয়।

তবে বেলা সাড়ে ১১টার দিকে মৃতদেহ গোসল করানোর সময় আকস্মিকভাবে জামালউদ্দিন নড়ে উঠেন। তিনি হাত-পা নাড়িয়ে জীবিত থাকার ইঙ্গিত দেন। উপস্থিত স্বজনরা বিস্ময়ে হতবাক হয়ে যান। কেউ কেউ কান্না থামিয়ে দৃশ্যটি অবাক হয়ে দেখতে থাকেন।

পরিস্থিতি বুঝে দ্রুত তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে ভর্তির কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, জামালউদ্দিনের শ্বাসপ্রশ্বাস অত্যন্ত দুর্বল হয়ে যাওয়ায় তাকে মৃত বলে ভুল বোঝা হয়েছিল।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা এমন ঘটনার জন্য চিকিৎসকের অগাধ নির্ভরতার প্রশ্ন তুলেছেন এবং ভবিষ্যতে আরো সতর্কতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়