শিরোনাম
◈ বকেয়ায় কয়লা আমদানি করতে না পারায় বন্ধের পথে বাঁশখালী বিদ্যুৎকেন্দ্র! ◈ থানার সামনের পুকুরে সিজুকে পিটিয়ে হত্যা করা হয় (ভিডিও) ◈ সাইবার হামলার হুমকিতে রাশিয়া এরোফ্লোট এয়ারলাইন্স, ডজনখানেক ফ্লাইট বাতিল ◈ ভারতে মুসলিমরা এখন ‘ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু’ , রাজ্য নির্বাচনের আগে বাংলাদেশে মুসলিমদের উচ্ছেদ ও বহিষ্কার ◈ আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ ◈ ডকুমেন্ট সত্যায়নের ভোগান্তি কমেছে, মাসে দেড় লাখ নথি সত্যায়ন, এপোস্টিলে যেভাবে কাজ হয় ◈ ক্ষতিপূরণ পেতে অপেক্ষার প্রহর গুণছে ছাতক গ্যাসক্ষেত্র! ◈ বৃষ্টি-জোয়ারে চলাচলের সড়ক বিচ্ছিন্ন, দূর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ বাগেরহাটে জোয়ারের পানিতে ডুবে যায় স্কুল মাঠ, ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান ◈ নাটোরে মৃত ঘোষিত ব্যক্তি গোসলের সময় নড়ে উঠলেন, পরে হাসপাতালে মৃত্যু

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০৪:২৭ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে ভাড়াবাসা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকার একটি ভাড়াবাসা থেকে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) বিকেলে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। তরিকুল পেশায় একজন গার্মেন্টস শ্রমিক এবং পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

তরিকুলের ভাই আজিজুল ইসলাম জানান, এক সপ্তাহ ধরে তার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিন তরিকুলের স্ত্রীর পাঠানো তালাকনামা তাদের বাড়িতে পৌঁছালে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, বিছানায় তার অর্ধগলিত মরদেহ পড়ে আছে।

তরিকুলের ভাগ্নে ইয়াসিন জানান, তার মামা গার্মেন্টসে চাকরি করে কিছু টাকা জমিয়েছিলেন। সেই টাকাগুলো শেষ হয়ে গেলে সংসারে টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে তার স্ত্রী জুনিয়া খাতুন তাকে তালাক দিয়ে চলে যান। তিনি ধারণা করেন, মানসিক চাপে পড়ে তরিকুল হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অথবা ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন।

তরিকুলের মা আইজান নেছা সন্তানের মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেন। তিনি প্রশ্ন তোলেন, তার পুত্রবধূ এ ঘটনার সঙ্গে জড়িত কি না—তা পুলিশ তদন্ত করে বের করুক এবং ন্যায়বিচার নিশ্চিত করুক।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “লাশটি চেনার উপায় ছিল না, সম্ভবত এক সপ্তাহেরও বেশি সময় আগে তার মৃত্যু হয়েছে। শরীর পঁচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে অথবা ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।”

লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়