শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা: বোয়িংয়ের ২৫টি বিমান কিনছে বাংলাদেশ, কাল যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল ◈ একনেকে ৮১৪৯ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন ◈ ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল ◈ উড্ডয়নের আগেই আগুন: আমেরিকান এয়ারলাইন্সের ১৭৩ যাত্রী রক্ষা পেলেন বড় দুর্ঘটনা থেকে (ভিডিও) ◈ অদ্ভুত রেকর্ড গড়ে আবারও অস্ট্রেলিয়ার কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ ◈ জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে: আলী রীয়াজ ◈ জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের পর যা যা ঘটেছিলো ◈ এবার যে কারণে সেনাপ্রধানের প্রশংসা করলেন সারজিস আলম ◈ জামায়াত নেতার প্রশংসা করে যা বললেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান ◈ ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল বিএনপি: এক বছরে আয় ১৫ কোটি ৬৬ লাখ টাকা

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ০৩:৫৫ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধান খেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে সৎ ভাইকে কুপিয়ে হত্যা: দুই আসামি গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দামকুড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আমিরুল মোমিন (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব-৫ এর অভিযানে হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আমিরুল মোমিনের সৎ ভাই মো. মিজানুর রহমান মিজুর (৫০) সঙ্গে পূর্ব বিরোধ ছিল। গত ২১ জুলাই ভিকটিমের দুটি হাঁস মিজানুরের জমির ধানের চারায় ক্ষতি করলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে ২৪ জুলাই বিকাল ৪টার দিকে মিজানুর ও রয়েলসহ ১০-১১ জন দেশীয় অস্ত্রসহ ভিকটিমের বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে।

খবর পেয়ে আমিরুল ও তার ভাই বাড়িতে ফিরলে ১ নম্বর আসামী রয়েল ভিকটিমের ঘাড়ে ধারালো হাসুয়া দিয়ে আঘাত করে। আহত অবস্থায় ভিকটিম বাড়ির ভেতরে পালিয়ে গেলে অভিযুক্তরা পিছনের দরজা দিয়ে প্রবেশ করে ভাইসহ তাকে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় আমিরুলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দামকুড়া থানায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২৬ জুলাই সকাল সাড়ে ৬টায় পবা থানার কয়রা গ্রাম থেকে মামলার ৩ নম্বর আসামী মো. মেহেদী (২৪) ও ৫ নম্বর আসামী মোসা. পারভিন (৪০)-কে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের দামকুড়া থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়