শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে দুইবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত তিনজনের পরিচয় মিলেছে

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে লোকাল বাসের চালকসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় বাসের অন্তত ২০ জন আহত হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০ টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুরের ফরিদপুর-ঢাকা-খুলনা মহাসড়কের হোসেন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী যাত্রীও রয়েছে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন, লোকাল বাস রিক এন্টারপ্রাইজের  (ঢাকা মেট্র ব-১৪-৯৬৪৭) চালক আজিজুল হক (৬২), তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাটিকামারি গ্রামের মৃত মোহাম্মদ আলী মৃধার ছেলে। লোকাল বাসের যাত্রী ফরিদপুর শহরের উত্তর টেপাখোলা এলাকার আব্দুল কাশেম মোল্লার ছেলে আব্দুল মান্নান মোল্লা (৭৫), তিনি মাঝকান্দি পারিশা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। নিহত অপর যাত্রী ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ এলাকার বাসিন্দা রেবতি কুমার বিশ্বাসের স্ত্রী মিনতি রানী বিশ্বাস (৪২)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাসটি (ঢাকা মেট্র-ব-১৫-৩৮২৬) নিদিষ্ট পথ ধরে যাচ্ছিল। তবে ফরিদপুর থেকে মধুখালী উপজেলার কামারখালীগামী রিক এন্টারপ্রাইজের লোকাল বাসটি (ঢাকা মেট্র ব-১৪-৯৬৪৭) নিজের সীমানা অতিক্রম করলে (রং সাইড) কানাইপুর এলাকার হোসেন ফিলিং স্টেশনের সামনে দুইটি পরিবহন মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে লোকাল বাসের চালকসহ তিনজন নিহত হয়। এ দুর্ঘটনায় রয়েল বাসের চালক, সুপারভাইজার ও হেলপার উভয় বাসের অন্তত ২৫ জন আহত হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে পুলিশের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের আরো ৫ জনের অবস্থা আশঙ্খাজনক বলে জানা গেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় দুই বাসের অন্তত ২৫জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনাস্থল সড়কে যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়