এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) রাতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার ২নং বারশত ইউনিয়ের ৪ নাম্বার ওয়ার্ডের দুধকুমরা হাজী মাহবুব আলী সওদাগরের বাড়ীর হাজী মাহবুব আলীর ছেলে মোঃ ইউসুফ (৫৩), একই ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের কানু মিয়ার বাড়ীর মৃত বদিউর রহমানের ছেলে আশরাফ জামান (৬০), এছাড়াও ৩ নং রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম গহিরা উঠান মাঝির বাড়ির মৃত আব্দুল মুনাফ এর ছেলে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফের একান্ত সহকারী ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ (৪২) কে আটক করেন। এব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, রাতে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।