রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে খাগড়াছড়ির সঙ্গে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার দিবাগত রাতে ভারী বৃষ্টির ফলে উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ে।
এতে কোনও ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় সাজেকে প্রায় ৪২৫ জন পর্যটক আটকে গেছে বলে জানা যায়।
এছাড়াও সড়কে মাটি ধসের কারণে দুই পাশে বহু যানবাহন আটকে গেছে। এতে নারী-শিশুসহ চরম ভোগান্তিতে পড়ছে অসংখ্য মানুষ। সংবাদ পেয়ে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরাতে কাজ শুরু করেছে।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। সঙ্গে বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পড়েছে। স্থানীয়রা কাজ করছে। তবে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার ছাড়া এসব পাথর গাছপালা সরানো সম্ভব নয়।
বিষয়টি সেনাবাহিনীর ৬ বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তারকে জানানো হয়েছে।
এ ব্যাপারে খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে, সড়কটি তাদের আওতাভুক্ত নয় বলে জানিয়ে এটি ইসিবির সড়ক বলে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানিয়েছেন, গত রাতে বাঘাইছড়িতে ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেকের সড়কের অন্তত ৩টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে সাজেকের সঙ্গে বাঘাইছড়ি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে। বড় বড় পাথর সরাতে সময় লাগছে। সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, তারা কাজ শুরু করেছে। সড়কের মাটি সরানো হলেই পর্যটকরা ফিরতে পারবেন।