শিরোনাম
◈ মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ◈ ইংরেজিতে সচিবালয় বানান করতে পারলে তোমাকে ছেড়ে দেব, শিক্ষার্থীকে ডিসি মাসুদ (ভিডিও) ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ৬ অজ্ঞাত মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ◈ নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত স্বজনেরা ◈ ভারত থেকে আজই আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম: বিবিসি বাংলা ◈ জাকেরের ফিফটি ও বোলারদের দাপটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ ◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন বন্ধ, ফলে উত্তরাঞ্চলে লোডশেডিং ◈ পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী ◈ কুমিল্লার ১১টি আসনেই সক্রিয় বিএনপি, বসে নেই জামায়াতও,২টি আসনে আলোচনায় এনসিপি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের জন্য কুড়িগ্রামে স্কুলে স্কুলে দোয়া অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত ১৭১ জন আহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে কুড়িগ্রামের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গুলো ছাড়াও স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের জাতীয় পতাকা অর্ধনমিত রেখে আহত ও নিহতদের জন্য প্রার্থনা করেছে স্ব স্ব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এদিন জেলার অনান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় সকালে  চিলমারীর হলি চাইল্ড এভার কেয়ার স্কুলের জাতীয় পতাকা অর্ধনমিত রেখে এক মিনিট নীরবতা পালন করে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে নিহতদের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।

চিলমারীর হলি চাইল্ড এভার কেয়ার স্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম বলেন, প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই নিষ্পাপ শিশুদের মতো পরিণতি যাতে আর কোন শিক্ষার্থীর না হয়। এবং শিক্ষিকা মাহারিন যে দায়িত্বের পরিচয় দিয়ে এতোগুলো জীবন বাঁচিয়ে নিজেই চলে গেলেন না ফেরার দেশে তার আত্মার জন্য সৃষ্টিকর্তার নিকট শান্তি কামনা করছি।

কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (আইসিটি) মোঃ আল-আমিন হক বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনায় আহত ও শহীদদের প্রতি কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করছে। এবং স্কুল কর্তৃপক্ষের আয়োজনে সকল শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ দোয়ায় অংশ নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়