শিরোনাম
◈ সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সতর্কতা বাংলাদেশ ব্যাংকের ◈ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান ◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর ◈ ট্রাম্পের নেতৃত্বে আমদানি শুল্ক বাড়ছে: যে ৫ পণ্যের দাম বাড়তে পারে ◈ বিভিন্ন জেলার ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ রামগতির সাথে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন, জোয়ারের তোড়ে ব্রিজের মাটিতে ধ্বস ◈ ৫ ডি‌সেম্বর ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকা‌পের ড্র

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেইপিজেডে এজিএম মুশফিকের নেতৃত্বে পাহাড় ও গাছ কাটার মহোৎসব, নীরব প্রশাসন

এস এম সালাহউদ্দিন, (আনোয়ারা,কর্ণফুলী) সংবাদদাতা :: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড)-এ সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে চলছে পাহাড় কাটা ও বৃক্ষ নিধনের অবাধ উৎসব। বিগত ১৭ বছর ধরে একই পদে থাকা এই কর্মকর্তা স্থানীয়দের মতে আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে প্রশাসনকে ম্যানেজ করে নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড।

পরিবেশ আইন উপেক্ষা করে শতবর্ষী পাহাড়কে ‘টিলা’ আখ্যা দিয়ে কেটে ফেলা হয়েছে। একইসাথে হাজার হাজার বড় গাছ নিধন করে উজাড় করে ফেলা হয়েছে কেইপিজেডের সংরক্ষিত এলাকা। এতে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। স্থানীয়রা অভিযোগ করেছেন, পাহাড় কাটার দৃশ্য যাতে সাধারণ মানুষের নজরে না পড়ে, সেজন্য দারোয়ান বসিয়ে চলাচলে বাধা সৃষ্টি করছে কর্তৃপক্ষ।

দিনের আলোয় প্রকাশ্যে এবং রাতের অন্ধকারে গোপনে চলে এই ধ্বংসযজ্ঞ। পরিবেশকর্মী ও সচেতন মহল বলছেন, প্রশাসন ও সুবিধাভোগী কিছু কথিত সাংবাদিক রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। আনোয়ারায় কর্মরত একাধিক সাংবাদিক জানিয়েছেন, কেইপিজেডে দীর্ঘদিন একই পদে থেকে অস্বাভাবিক প্রভাব বিস্তারকারী এজিএম মুশফিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর হস্তক্ষেপ কামনা করছেন তারা।

মুশফিকের নামে-বেনামে সম্পদের অনুসন্ধানসহ কেইপিজেড চেয়ারম্যান কিহাক সাং বরাবরে ইংরেজিতে অনুবাদ করা অভিযোগপত্র জমা দেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তারা। স্থানীয়রা জানান, কেইপিজেডে বিভিন্ন সময় এমডি পরিবর্তন হলেও মুশফিক অদৃশ্য ছায়া হয়ে রয়েছেন একই পদে। এটা অত্যন্ত রহস্যজনক। সাংবাদিকদের উচিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে মুশফিকের সম্পদের হিসাব বের করা। বিনা টেন্ডারে কাজ দেওয়া, বনভূমি ধ্বংসসহ সব অপকর্ম জনসমক্ষে আনা দরকার।

সচেতন মহল বলেন, দীর্ঘদিন ধরেই কেইপিজেড পাহাড় ও বনাঞ্চল ধ্বংস করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। জাতীয় ও স্থানীয় পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ হলেও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধভাবে নীরব। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের এজিএম মুশফিকুর রহমান বলেন, আপনি অফিসে আসেন। অফিসে আসলে সব বিষয় নিয়ে আলোচনা করা যাবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, কেইপিজেড কিছু অংশে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নিয়ে পাহাড় কেটেছে। উচ্চতার সীমা অনুযায়ী কাটার অনুমতি ছিল। এ নিয়ে বিস্তারিত তথ্য পরিবেশ অধিদপ্তর দিতে পারবে। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মঈনুদ্দিন ফায়সাল বলেন, এই বিষয়ে লিখিতভাবে চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে অভিযোগ দিতে হবে। সেক্ষেত্রে তদন্ত করে ব্যবস্থা নেওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়