শিরোনাম
◈ সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সতর্কতা বাংলাদেশ ব্যাংকের ◈ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান ◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর ◈ ট্রাম্পের নেতৃত্বে আমদানি শুল্ক বাড়ছে: যে ৫ পণ্যের দাম বাড়তে পারে ◈ বিভিন্ন জেলার ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ রামগতির সাথে বয়ারচরের যোগাযোগ বিচ্ছিন্ন, জোয়ারের তোড়ে ব্রিজের মাটিতে ধ্বস ◈ ৫ ডি‌সেম্বর ২০২৬ সা‌লের ফুটবল বিশ্বকা‌পের ড্র

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত যুবক উদ্ধার, ৪ সন্ত্রাসী আটক

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় এক যুবককে অপহরণ, আটকে রেখে নির্যাতন এবং মুক্তিপণ দাবির অভিযোগে চিহ্নিত সন্ত্রাসী রাসেল মুন্সীসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। অভিযানের সময় অপহৃত যুবককে উদ্ধার এবং তাদের কাছ থেকে মাদক, ৫টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন সংলগ্ন একটি মার্কেটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, ছয়ঘরিয়া গ্রামের কামরুল হাসানের ছেলে হাসিবুল হাসান (২১) কে বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মোকামবাড়ি এলাকা থেকে অপহরণ করে সন্ত্রাসীরা। দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাকে উদ্ধার করে।

অপহরণের পর ভিকটিমকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় আটক হওয়া ব্যক্তিরা হলেন:

রাসেল মুন্সী (৩০), পিতা মনির মুন্সী, মহারং মুন্সী বাড়ি

জুয়েল (৩৪), পিতা মৃত সুলতান ভূঁইয়া, মহারং গ্রাম

রাকিবুল হাসান (২৪), পিতা কামাল হোসেন, হারং গ্রাম

মো. কামাল হোসেন (৩০), পিতা মনু মিয়া, বেলাশ্বর গ্রাম

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ভিকটিম নিজেই বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। আটক চার আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়