শিরোনাম
◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ ◈ ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার মাটিতে হবেনা: ঢাকা রেঞ্জ ডিআইজি ◈ ফরিদপুরে চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব-সংকটে দেশীয় প্রজাতির মাছ

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ০৩:৩৬ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১

মো:আদনান হোসেন, ধামরাই, ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে শেফালী বেগম (৩৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১২ জুলাই) দিনগত রাতে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট মধ্যপাড়া এলাকায় এমন ঘটনাটি ঘটে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এসআই মোঃ নিয়াজ মোর্শেদ বাদী হয়ে সাত জনের নামোল্লেখ্য করে ৮/১০ জনকে অজ্ঞাত দিয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।

গ্রেপ্তারকৃত শেফালী বেগম ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট মধ্যপাড়া এলাকার মোঃ আতিকুল ইসলাম আতিকের স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চৌহাট ইউনিয়নে অভিযান চালিয়ে ধামরাই থানা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আতিকুল ইসলাম আতিককে গ্রেপ্তার করে পুলিশ।এমন সময় তার স্বজনেরা ও উক্ত মামলার আসামিরা পুলিশের উপরহামলা চালিয়ে মোঃআতিকুল  ইসলাম আতিককে ছিনিয়ে নেন। আতিকুল ইসলাম আতিক ধামরাই থানার ২১/০৮/২৪ সালের ৬নং মামলা র এজাহারভুক্ত আসামি।সে চৌহাট ইউ: আওয়ামী - লীগের সাংগঠনিক সম্পাদক। আতিকুল ইসলাম চৌহাট মধ্যপাড়া এলাকার ওসমান আলীর ছেলে।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ধামরাই থানার এজাহার ভুক্ত আসামি আতিকুল ইসলাম আতিককে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আতিকুল ও তার স্বজনরা পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়। এত এক পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

এই সময় হামলাকারীদের লাঠির আঘাতে কা।ওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মোঃ রাশেদ মিয়া গুরুতর আহত হন। পরে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার ডাক্তারের কাছে নিয়ে যায়।

এসআই নিয়াজ মোর্শেদ বলেন, চৌহাট এলাকায় মামলার এজাহার ভুক্ত আসামি আতিকুল ইসলাম আতিককে গ্রেপ্তার করি। পরে তার স্বজনরা আমাদের উপর লাঠিশটা নিয়ে হামলা করে আসামি আতিকুলকে ছিনিয়ে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়