হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা: দাউদকান্দিতে চিহ্নিত একটি সংঘবদ্ধ চক্রের মামুন মুক্তিপণ দাবি করে অমানবিক নির্যাতন করেছে পাবেল নামের এক যুবককে। ছেলের এমন অমানবিক নির্যাতনের খবর সহ্য করতে না পেরে শোকে স্ট্রোক করে বাবা। পরে অসুস্থ অবস্থায় স্বজনরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাটি ঘটেছে ১৩ জুলাই) রোববার উপজেলার চক্রতলা গ্রামে। নির্যাতিত যুবকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনার একদিন পর এ খবর আজ সোমবার (১৪ জুলাই) জানাজানি হয়।
ভুক্তভোগী পাবলের উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের বাসিন্দা। সূত্র জানায়, এর আগে একাধিক হত্যা মামলাসহ মামুন ও তার সহযোগীরা পাবেলকে অপহরণ করে পরিবারের থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের পক্ষে এই টাকা দেওয়া সম্ভব নয় জানালে পাবেলকে অপহরণকারীরা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। আর ছেলের এই নির্যাতনে খবর পেয়ে তার বাবা সরুজ মিয়া স্ট্রোক করে। পরে স্থানীয়রা ও স্বজনদের সহযোগীতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দাউদকান্দি মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা ) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান," পুলিশ এই ঘটনা জানার পর নির্যাতনকারীদের ধরতে অভিযানে গেছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।"