শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৫, ০১:০৩ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ইনামুল হাসান নামে (৩৮) সাবেক এক ইউপি চেয়ারম্যানকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ইনামুল হাসান ওই মামলার এজাহারভুক্ত ৬৫ নম্বর আসামী।

শনিবার (১২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. শাহ্ জালাল আলম। এর আগে গত ১৫ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় বিস্ফোরক মামলাটি করেন বিএনপি কর্মী দিনমজুর লাভলু সর্দার।

জানা গেছে, গ্রেপ্তারকৃত ইনামুল হাসান ২০১৭ সালে নৌকা প্রতীক নিয়ে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। পুনরায় তিনি ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচেন নৌকা প্রতীক পেয়ে স্বতন্ত্র প্রার্থী খান সাইফুল ইসলামের সাথে প্রতিন্দ্বন্দ্বীতা করে পরাজিত হন। ইনামুল ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং ওই ইউনিয়নের কামারগ্রামের বাসিন্দা কুদ্দুস মোল্যার ছেলে।  

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১৫ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মীর নামে পেনাল কোড ১৪৩/ ১৪৪/ ১৪৭/ ১৪৮/ ১৪৯/ ৪২৭/ ৫০৬ (২)/৩৪/১১৪ তৎসহ ১৯০৮ সালের ধারায় একটি বিস্ফোরক মামলা করেন বিএনপি কর্মী দিনমজুর লাভলু সর্দার। মামলায় আলফাডাঙ্গা ছাড়াও পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীদের আসামী করা হয়। সেই মামলার ৬৫ নম্বর এজাহারভুক্ত আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম নিজবাড়িতে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে ইনামুলকে গ্রেপ্তার করে থানায় নেন পুলিশ। এ মামলার অনেক আসামীকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে অনেকেই জামিনও পেয়েছেন আবার অনেকেই জেলহাজতে রয়েছে বলে জানা গেছে।  

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম বলেন, বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামী ইনামুল হাসানকে আজ বিকেল ৫টার দিকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়