শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ১২:৩৭ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে গাছ কেটে খাস জমি দখলের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কাজীর বাজার মাছ ঘাটের দক্ষিণ পাড়ে অবৈধভাবে বনের গাছ কেটে সরকারি খাস জমি দখল করে দোকানঘর নির্মানের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদের বিরুদ্ধে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে দখল উচ্ছেদ করলেও পরে পুনরায় দোকান নির্মানের কাজ চলমান রাখেন ওই ছাত্রদল নেতা।

স্থানীয়রা জানান, উপজেলার চরইশ্বর ইউনিয়নের কাজীর বাজারের দক্ষিণ পূর্ব পাশের সরকারি খাস জমি গাছ রোপন করেন ইব্রাহিম নামের এক ব্যক্তি। গত ০৪ জুলাই হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদের নেতৃত্বে একদল লোক রাতের আঁধারে ওই খাস জমির প্রায় দেড় লাখ টাকা মূল্যের অন্তত ৩০টা কাঠ গাছ কেটে ফেলেন। পরে বুধবার (৯ জুলাই) বিকেলে রিয়াজ মাহমুদ পুনরায় দোকানঘরের নির্মাণ কাজ শুরু করলে প্রশাসনকে বিষয়টি জানানোর পর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মংএচেং ঘটনাস্থলে গিয়ে দোকানঘর ভেঙে দেয়। তারা কোন কিছু না শুনে পরে পুনরায় কাজ শুরু করেন। বাজারের উত্তর পাশে পুরোনো মাছ ব্যবসার ডাক বাক্স থাকার পরও দক্ষিণ পাশে খাস দখলীয় জমিতে তারা ডাক বাক্স বসায়।  এতে চরইশ্বর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ এর ইন্দন রয়েছে বলে জানান স্থানীয়রা।

চরইশ্বর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ও কাজীর বাজার ইজারাদার কর্মী মো. জাহিদ উদ্দিন বলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদের নেতৃত্বে রিপন চন্দ্র দাস, শাহীন, খবির বেপারী, কামরান ও রহমান খাস জমির গাছ সব কেটে দোকানঘর নির্মাণ করে। বুধবার সহকারি কমিশনার (ভুমি) মংএছেং এসে ভেঙে দিলেও তারা আবারো কাজ শুরু করেন এবং সেখানে মাছের ডাক বাক্স বসায়। তারা আমাকেও তাদের সাথে দখল বাজিতে সামিল হতে বলেন। আমি রাজি না হওয়ায় তারা আমাকে মোবাইল ফোনে হুমকি দেয়। আমি বিএনপি করি কিন্তু তাদের মতো দখলবাজিতে নাই।

এখানে অনেক পুরোনো একটা মাছ ঘাট রয়েছে। ফাইতান ঘাট’সহ অনেক এরিয়া নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর মৎস্য ব্যবসায়ীরা একত্রিত হয়ে এখানে ব্যবসা করছে। অথচ এরা নতুন করে এলাকায় বিশৃঙ্খলা করার জন্য বিএনপির নাম ভাঙ্গিয়ে এই অনিয়ম এবং দখলবাজি শুরু করছে। এদের সাথে স্থানীয় কোনো ব্যবসায়ী নেই, বহিরাগত কিছু উশৃংখল লোককে ব্যবসায়ী সাজিয়ে পরিস্থিতি খারাপ করতে চাই তারা ।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করে তারমুঠো বন্ধ পাওয়া যায়।

হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মংএছেং জানান, খাস জায়গায় দোকানঘর নির্মাণের খবর পেয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পরে আবার শুরু করলে পুলিশ নিয়ে দখল উচ্ছেদ করা হয় বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়