শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ১২:৩২ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় অসুস্থ নারীকে অফিসে তালাবদ্ধ

জামাল হোসেন খোকন,জীবননগর (চুয়াডাঙ্গা) :চুয়াডাঙ্গা জীবননগরে বৃহসজপতিবার সন্ধ্যায় ঋণের টাকা পরিশোধ করতে না পারায়  নুরুন নাহার (৪৭) নামে এক অসুস্থ নারীকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) জীবননগর কার্যালয়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। 

স্থানীয় জনগন ও সাংবাদিকরা বিষয়টি জীবননগর পুলিশকে খবর দিলে রাত আনুমানিক ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থ অবস্থায় নুরুন নাহারকে উদ্ধার করে।

এ ব্যাপারে নুরুন নাহারের ছোট ছেলে জানান, আমার মা কিছুদিন আগে বিআরডিবি থেকে ঋণ নিয়েছিলেন। আজ ১০ হাজার টাকা নিয়ে আমরা অফিসে যাই। কিন্তু তারা পুরো টাকা ফেরত না দিলে গ্রহণ করবে না বলে জানায়। টাকা কম হওয়ায় আমার অসুস্থ মাকে অফিসের বারান্দায় তালা মেরে আটকে রাখেন মাঠ কর্মকর্তা আবেদা খাতুন। 

বিষয়টির সত্যতা স্বীকার করে মাঠ কর্মকর্তা আবেদা খাতুন বলেন, ১৪ মাস আগে নুরুন নাহার তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। চার মাস আগে তার ঋণ পরিশোধের মেয়াদ শেষ হয়েছে। টাকা চাইলে তিনি নানা অজুহাত দেন। অফিস কর্তৃপক্ষ আমার বেতন বন্ধ করে দিয়েছে বলে আমি চাপে আছি।

তালাবদ্ধ অবস্থায় অফিস কক্ষ থেকে অসুস্থ নুরুন নাহার বলেন, আমি টাকা ফেরত দেব বলেছি। কিন্তু তারা এখনই সব টাকা চাইছে। দিতে না পারায় আমাকে আটকে রেখেছে। 

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, ঘটনার খবর পেয়ে আমি ছুটে এসেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়