নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা করে সাজাপ্রাপ্ত ২ জন আসামীকে ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ও শনিবার র্যাবের সহযোগিতায় তাদের গ্রেফতার করেন পুলিশ। তাদের মধ্যে হাতীবান্ধা থানায় ২ জন ও পাটগ্রাম থানায় ৭ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, বুধবার জেলার পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সোহল ও বেলাল নামে সাজাপ্রাপ্ত দুই আসামীকে ছিনতাই করে নিয়ে যায় কিছু লোকজন। এনসিপি-র উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ ঘটনায় বিএনপিকে দায়ী করেন। একই সময় হাতীবান্ধা থানা অবরুদ্ধ করেন বিএনপির লোকজন।
ওই ঘটনায় পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় একাধিক মামলা করেন পুলিশ। সেই মামলা পাটগ্রামে সাজাপ্রাপ্ত পালাতক আসামী সোহেল, মাইদুল ইসলাম, আঃ রশিদ, আবুল কালামসহ ৭ জন ও হাতীবান্ধায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরনবী খন্দাকার কাজল ও বিপ্লবকে আটক করেন পুলিশ।
লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।