শিরোনাম
◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করবেন ◈ `মব ভায়োলেন্স' থামানো যাচ্ছে না কেন ◈ বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ◈ ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস ◈ ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলি ◈ বাংলাদেশ সফর স্থগিত করায় শ্রীলঙ্কার কাছ থেকে সিরিজ খেলার প্রস্তাব পেলো ভারত ◈ সাকিব আল হাসা‌নের অলরাউন্ড পারফর‌মে‌ন্সে দুবাইয়ের দাপুটে জয় ◈ ১১ মাস ধরে বন্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য বৈঠক, বেনাপোলে বাণিজ্যে স্থবিরতা ◈ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের আদেশ সারা দেশে স্থগিত করলেন মার্কিন ফেডারেল বিচারক ◈ ১০০ বছর বয়সেও কর্মচঞ্চল মাহাথির: দীর্ঘায়ুর ৬টি অভ্যাস জানালেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার

আইরিন  হক, বেনাপোল(যশোর): যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও  আওয়ামী লীগের পৌর কমিটির সভাপতি রফিকুল ইসলামকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া (ভবানীপুর) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্র বলছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার বাড়ি ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া এলাকায় আত্মগোঁপনে ছিলেন। খবর পেয়ে বুধবার দুপুর থেকে  দিকে তার বাড়ি এলাকার কিছু যুবক ঘিরে রাখেন। ঘটনা  পুলিশ জানতে পেরে ওই বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জনগণ তাকে (রফিকুল) ঘিরে রাখে। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, রফিকুল ইসলাম ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি আর একটি বিতর্কিত নির্বাচনে নৌকা প্রতীকে দ্বিতীয়বারের মতো মেয়র পদে বসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়