শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পাসপোর্ট, ইয়াবা ও মোবাইলসহ মাদক কারবারি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ৮০ পিস ইয়াবা, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ও মোবাইল ফোনসহ মোশাররফ মোল্লা মুসা (৪৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার গুনবাহ ইউনিয়নের চন্দনী গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোশাররফ মোল্লা মুসা ওই গ্রামের আবু সাইদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল এবং থানা পুলিশের যৌথ অভিযানে মুসাকে গ্রেপ্তার করা হয়। পরে তার শোবার ঘরে তল্লাশি চালিয়ে ৮০ পিস ইয়াবা, ৩টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ২টি বাটন ফোন জব্দ করা হয়।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নম্বর ১) দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত মুসা একজন চিহ্নিত মাদক কারবারি এবং এর আগেও তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুসাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবারই ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়