শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ১২:৩১ রাত
আপডেট : ৩০ জুন, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম দামে ডলারের প্রলোভনে ১২ লাখ টাকা খোয়া, অভিযানে গ্রেফতার এক

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে ডলার কিনতে এসে প্রতারকের খপ্পড়ে পড়েছেন তিন ব্যক্তি। প্রতারকের খপ্পড়ে পড়ে নগদ ১২ লাখ টাকা খুইয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী তিন ব্যক্তি।

টাঙ্গাইল থেকে ডলার কিনতে আসা তিন ব্যক্তি হলেন- কালিহাতি উপজেলার বল্লভবাড়ি এলাকার নাজিম উদ্দিন, ঘাটাইল উপজেলার গৌরাঙ্গী এলাকার রবিন শিকদার ও মমিন। নাজিম উদ্দিন পেশায় বেসরকারি স্কুলের কেরানী এবং রবিন শিকদার পেশায় রাজমিস্ত্রী।

ইতিমধ্যে সেনাবাহিনীর অভিযানে একজনকে আটক করে দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সূত্র আজ থেকে প্রায় তিন মাস আগে। সে সময় দেবীগঞ্জের চেংঠী হাজরাডাঙ্গা এলাকা থেকে কিছু ব্যক্তি টাঙ্গাইলে ধান কাটতে যায়। পরে ভুক্তভোগীদের সাথে সেখানে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তারা কম মূল্যে ডলার প্রাপ্তির বিষয়টি জানালে টাঙ্গাইলের ওই তিন ব্যক্তি ডলার ক্রয়ে আগ্রহ প্রকাশ করেন। পরে ধান কাটা শ্রমিকদের মাধ্যমে পরিচয় হয় চেংঠী হাজরাডাঙ্গা এলাকার রাশেদ জামান, ফারুক হোসেন ও ফরহাদ হোসেনের সাথে। মোবাইলে কথা বলে ডলার ক্রয়ের বিষয়টি চূড়ান্ত হয়। সিদ্ধান্ত হয় ১২ লাখ টাকার বিনিময়ে দেড় কোটি ডলার প্রদান করা হবে।

শুক্রবার (২৭ জুন) পূর্ব নির্ধারিত কথা অনুযায়ী নাজিম, শিকদার ও মমিন ডলার ক্রয়ের জন্য দেবীগঞ্জে আসেন। পরে রাত ৮টার দিকে তারা তিনজন ১২ লাখ টাকাসহ চেংঠী হাজরাডাঙ্গার দন্ডপাল এলাকায় রাশেদের বাসায় যান। সেখানে টাকা লেনদেনের সময় তৃতীয় আরেকটি পক্ষে এসে ভয়ভীতি দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

তাৎক্ষণিক এই বিষয়ে রাশেদকে প্রশ্ন করলে সে ওই পক্ষটিকে চিনে না বলে জানায়। উপায়ন্তর না পেয়েম নাজিমরা দেবীগঞ্জ সেনা ক্যাম্পে এসে এই বিষয়ে অভিযোগ দেয়। পরে রাতেই সেনা ক্যাম্পের ক্যাম্প কমাণ্ডার ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের দুইটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে রাশেদকে তার বাড়ি থেকে আটক করে যৌথবাহিনী। এই সময় রাশেদের বাড়ি সার্চ করে নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে কোন ডলার পাওয়া যায়নি।

এই ঘটনায় নাজিম উদ্দীন বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। যেখানে রাশেদ জামানকে প্রধান আসামী করে আরো ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করা হয়েছে। সকলেই চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের দন্ডপাল এলাকার বাসিন্দা।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়ের হয়েছে। আসামীকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়