শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ২৫ জুন, ২০২৫, ০৫:২০ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপপুর পারমাণবিক প্রকল্পে প্রথম ইউনিটের কন্টেইনমেন্টের নিরাপত্তা পরীক্ষায় সফলতা

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কন্টেইনমেন্টের অভেদ্যতা ও দৃঢ়তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রকল্পের নকশা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তামান নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে
রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম।

আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোসাটম জানিয়েছে, ভবিষ্যৎ পরীক্ষাগুলো চলাকালে কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ হতে পারে। এতে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কন্টেইনমেন্ট হলো একটি অতি শক্তিশালী কাঠামো, যা প্রিস্ট্রেসড রিইনফোর্সড কংক্রিট দিয়ে নির্মিত। ভেতরে থাকে শক্ত ইস্পাতের আবরণ। এর নকশা এমনভাবে তৈরি, যাতে কোনো জরুরি পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ বাইরে ছড়িয়ে পড়তে না পারে। এই কাঠামো বড় ধরনের দুর্ঘটনা ও বাহ্যিক আঘাত ঠেকাতেও সক্ষম।

পরীক্ষার সময় নকশা অনুযায়ী কন্টেইনমেন্টের ভেতরের চাপ বাড়ানো হয় এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্প্রেসর ব্যবহার করে অভ্যন্তরীণ দৃঢ়তা ও গ্যাস আটকানোর সক্ষমতা যাচাই করা হয়। পরমাণু জ্বালানি সংযোগের আগে এই পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ, কারণ বিপর্যয়ের সময় কন্টেইনমেন্টই হয় শেষ সুরক্ষা স্তর।

রোসাটম জানিয়েছে, প্রথম ইউনিটে শিগগিরই কিছু ‘হট মিডিয়া টেস্ট’ চালানো হবে। এর আওতায় নির্ধারিত তাপমাত্রায় কুল্যান্ট সার্কিট উত্তপ্ত করা হবে এবং বাষ্প উৎপাদন করে বিভিন্ন নিরাপত্তা প্যারামিটার যাচাই করা হবে। পরীক্ষার সময় পূর্বনির্ধারিত কিছু শব্দ হতে পারে, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুরো প্রক্রিয়াটি নিরাপদ এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই এগোচ্ছে কাজ।

রাশিয়ার অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় রূপপুরে নির্মাণাধীন এই প্রকল্পের দুটি ইউনিটই ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। প্রকল্পটি বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল বিভাগ। এর মধ্যে প্রথম ইউনিটের কাজ প্রায় শেষের দিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়