শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ২৫ জুন, ২০২৫, ১২:১৯ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে ব্রিজের ওপর হাটতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে ব্রিজের ওপর হাটতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর ও তাবলীগ জামাতে চিল্লার সদস্য যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নুরুউদ্দিন (১৭)। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার কামাল হোসেনের ছেলে এবং মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি-২০২৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, এস,এস,সি পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ৪১ দিনের তাবলীগ জামাতে এক চিল্লা দিতে ঢাকা কাকরাইল থেকে ভাঙ্গায় আসেন নুরুউদ্দিন। ছয় দিন পর এক চিল্লা শেষ করে তার বাড়ি ফেরার কথা ছিল। মঙ্গলবার আছরের নামাজ পড়ে তার বন্ধুদের সঙ্গে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে আসেন তিনি।

এ সময় সন্ধ্যার দিকে ব্রিজের ওপর হাটতে গিয়ে অসাবধানতাবশত ব্রিজের ওপর থেকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টা দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, “নুরুউদ্দিন নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়