শিরোনাম
◈ দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রিয়াজ ◈ শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি আইনে বড় পরিবর্তন আসছে ◈ অবৈধ পথে আমেরিকা পাড়ি: ফিরলেন কেবল হতাশা নিয়ে ◈ জরুরি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে ◈ গোপন বৈঠকে সরকার উৎখাতের ছক নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা-কর্মীদের, গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর ◈ ত্রিদেশীয় সিরিজে এবার হে‌রেই গে‌লো বাংলাদেশ ◈ নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব ২০ বাছাইয়ের জন্য বাংলা‌দেশ দল ঘোষণা ◈ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি জামায়াতসহ ২৯ রাজনৈতিক দল, ১১ দল অনুপস্থিত ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: জুলাইয়ে মৃত্যু ৪১ জন, আক্রান্ত ছাড়াল ১০ হাজার ◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ০৭:১৭ বিকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারা হাসপাতালে নেই ডাক্তার, রোগীদের দুর্ভোগ

এস এম সালাহউদ্দিন, (আনোয়ারা, কর্ণফুলী) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলাবাসীর কোনো কাজে আসে না। এখানে প্রায়ই সময় ডাক্তার থাকেনা বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে চলছে বেহাল দশায় চিকিৎসা। উপজেলার প্রত্যন্ত অঞ্চল হতে আসা রোগীরা হরহামেশায় পড়ছেন চিকিৎসা বিহীন দুর্ভোগে।
 
সেবা নিতে আসা রোগীরা বর্হিবিভাগে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বসে থেকেও পাচ্ছেন না ডাক্তারদের দেখা।সরেজমিনে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে দেখা যায়,  স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তার উপস্থিত আছেন। সকাল থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও ভিতরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন রোগীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসাসেবা না পেয়ে অনেকেই ক্লান্ত ও হতাশ। গরমে অসুস্থদের অবস্থাও আরও খারাপ হয়ে উঠছে। কেউ দাঁড়িয়ে, কেউ বসে থাকলেও চিকিৎসকের দেখা মিলছে না।
 
সকাল ১১ টা বেজে গেলেও ডাক্তার না আসায় ভোগান্তিতে পড়েন রোগীরা। চিকিৎসা সেবা দিতে আসা বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা কাছে অভিযোগ করে বলেন, সেই কখন থেকে হাসপাতালে দাঁড়িয়ে আছি ডাক্তার নেই। তারা রোগী দেখছেন নিজেদের খেয়াল খুশির মতো। চিকিৎসা সেবা নিতে আসা মোঃ কামাল (৫৫) জানান, আমি সকাল ৯টায় বুকের ব্যথা নিয়ে হাসপাতালে এসেছি। এখন ১১টা বাজে, কিন্তু এখনও কোনো ডাক্তারকে দেখতে পাইনি। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে আমি খুবই অস্বস্তি অনুভব করছি। বিলকিস আক্তার (৪৮) নামের এক নারী জানান, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো কোনো ডাক্তার আসেননি।
 
আমার হাঁটুতে ব্যথা রয়েছে, তাই বেশি সময় দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়ে যাচ্ছে। এ অবস্থায় অনেক রোগী বাধ্য হয়ে চলে যাচ্ছেন পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকে। অভিযোগ রয়েছে, হাসপাতালে নেই প্রয়োজনীয় ওষুধপত্রও। ভুক্তোভোগীরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ডাক্তারদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ডাক্তাররা আসছেন। ওয়াশরুমে গেছে। স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর প্রশাসনিকভাবে নানা পরিবর্তন আনা হলেও আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে তেমন কোনো উন্নয়ন চোখে পড়েনি।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়