শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর গৃহবধুর লাশ পাওয়া গেল কক্সবাজা‌রের চকরিয়ায়

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের টেকপাড়ার আবদুল গফুরের স্ত্রী বুলবুল আক্তার (৩০) এর লাশ কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদমনি লাল ব্রিজ এলাকায় সড়কের পাশ থে‌কে উদ্ধার করা হয়েছে। রাস্তার পা‌শে নিহত এক ম‌হিলার লা‌শের খবর পেয়ে মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার ও  চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ,চকরিয়া থানার অ‌ফিস‌রি ইনচার্জ ওসি মো.শফিকুল ইসলাম,পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া সহ চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ‌দি‌কে লাশ উদ্ধারের পর বুধবার (১১জুন) সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বুলবুল আক্তা‌রের লাশ । নিহত বুলবুল আক্তার বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড টেকপাড়া এলাকার আবদুল করিমের মেয়ে ও  আবদুল গফুরের স্ত্রী।

বুলবুল আক্তা‌রকে চু‌রিকাঘা‌তে হত্যা করা হয়েছে বলে প্রাথ‌মিক ভা‌বে ধারনা কর‌ছে কর্তব‌্যরত পুলিশ কর্মকর্তারা।এছাড়া তার শরী‌লের বি‌ভিন্নস্থা‌নে আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে ব‌লে সু‌ত্রে জানা যায় । স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সু‌ত্র ম‌তে মঙ্গলবার রাত ১০টার দিকে চক‌রিয়ার ঈদমনি লাল ব্রিজ এলাকায় এবিসি আঞ্চলিক মহাসড়কের পাশে এ নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা পু‌লিশ‌কে খবর দি‌লে পুলিশ লাশটি উদ্ধার করে। প‌রে বুধবার (১১জুন) সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বুলবুল আক্তা‌রের লাশ। প‌রে প‌রিচয় নি‌শ্চিত হওয়া যায় ,নিহ‌তের গৃহবধু বুলবুল আক্তার (৩০) বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের টেকপাড়ার আবদুল গফুরের স্ত্রী।

বাংলা‌দেশ পু‌লি‌শের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস বলেন, বাঁশখালীর এক গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যার পর লাশ সড়কের পাশে রেখে গেছেন কেউ। নিহত নারীর পেটের দুই পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।

এ‌দি‌কে বাঁশখালী থানা সু‌ত্রে জানা যায়, নিহ‌তের গৃহবধুরা স্বজ‌নেরা বর্তমা‌নে লাশ নি‌য়ে ব‌্যস্ত থাকায় ঘটনার ব‌্যাপা‌রে থানা পুলিশ‌কে কোন তথ‌্য দি‌তে পা‌রে‌নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়