শিরোনাম
◈ আইন সংশোধন, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও প্রশিক্ষণে আটকে নির্বাচন পরিকল্পনা ◈ খামেনির বিরুদ্ধে ইসরায়েলের হত্যাযজ্ঞ পরিকল্পনা বন্ধ করলেন ট্রাম্প? ◈ ডিজিটাল বাংলাদেশে নতুন মাইলফলক: সার্টিফিকেট সত্যায়ন এখন অনলাইনেই (ভিডিও) ◈ রাতের আকাশে আগুন! ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল ◈ ইসরায়েলে আঘাত করা ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্যে 'সরকারি সফর' থেকে কী অর্জন হলো ◈ ইরানে বিদ্রোহের ইঙ্গিত সাবেক যুবরাজ রেজা পাহলভির: ইসরায়েল-যুদ্ধ পরবর্তী ‘রেজিম চেঞ্জ’ পরিকল্পনার আভাস ◈ ভুটানসহ আরও ৩৬ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে, বাকি দেশ গুলোর নাম হলো ◈ ইরানে ইসরায়েলের হামলার আসল কারণ যা জানাগেল! ◈ ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ০৩:২৯ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে গোপালঞ্জ জেলা আ,লীগের সেক্রেটারী শাহাবুদ্দিন গ্রেফতার

আইরিন হক, বেনাপোল (যশোর):  ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে গোপালগঞ্জ জেলা আ,লীগের সাধারন সম্পাদক শাহাবুদ্দিন আজমকে  গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নামে গোপালগঞ্জ ও যাত্রাবাড়ি থানায়  একাধিক হত্যা মামলা রয়েছেন।
তবে তাকে গ্রেফতার করতে পারলেও পারাপারে সহযোগীতাকারী কোন দালালকে ধরতে পারেনি আইন শৃঙ্খলাবাহিনী। 

আজ সকাল সাড়ে ১১ টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় সাথে তার স্ত্রী ছিলেন। তবে তার নামে কোন মামলা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ০৫ জুন ভারতে পালানোর সময়  বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ-এর সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে বেনাপোল ইমিগ্রেশন থেকে আটক করেছে পুলিশ।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসেন চৌধুরী জানান, ঐ পাসপোর্টধারী বেনাপোল ইমিগ্রেশন ভবনে আসলে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তার পাসপোর্ট তদন্ত করে দেখতে পান তার নামে ০৫ আগষ্টের পর বেশ কয়েকটি মামলা রয়েছে। পরে তাকে গ্রেফতার করে পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে। 

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক পবিত্র বিশ্বাস জানান,আসামীর বিরুদ্ধে  সে থানায় মামলা হয়েছিল সে থানায় সোপর্দ করা হবে। তার পারাপারের চেষ্টার সাথে যদি বাইরের কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হবে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়