শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ০৩ জুন, ২০২৫, ০৪:৫০ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন

মো.রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জর ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ। মঙ্গলবার ভোরে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।
আটকদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী  রয়েছে। তারা হলেন- ফায়েজ (২৮), মোঃ আজিম সরদার (২৫), মিম খাতুন (১৯),  রুস্তম আলী (৪৪),  মোঃ মোফাজ্জেল হোসেন (৩৫),  দুঃখী দাস (৫৫),  আক্তার নুপুর (২২) ও খাতুন (৩৭)। 

তারা রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, বাগেরহাট, ঠাকুরগাঁও, নারায়নগঞ্জের বাসিন্দা। ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।  ২০১৭ সাল হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে মুর্শিদাবাদ কেন্দ্রীয় জেলে রেখেছিল। পরে বিএসএফ তাদের চাঁনশিকারী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।
তিনি আরও জানান, ভোরে ১৯৯ আন্তর্জাতিক সীমান্ত পিলারের ২০০ গজে বাংলাদেশের অভ্যন্তরের ঘোরাঘুরি করার সময় হোসেনভিটা এলাকা থেকে বিজিবি এদের আটক করে। আটক ব্যক্তিদের ব্যাপারে বিস্তারিত নিশ্চিত হওয়ার পর তাঁদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

এ ঘটনায় বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান অধিনায়ক। উল্লেখ্য,  গত ২৬ মে সকালে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশে পুশইন করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়